নগরবাসীকে চট্টগ্রাম মহানগরীর বহুল পরিচিত বিপনী বিতান সেন্ট্রাল প্লাজার সামনের অংশসহ জিইসি মোড় এলাকা অবৈধ হকারদের দখলে চলে যাওয়ায় প্রতিদিন সন্ধ্যার পরে সীমাহীন যানজটের দূর্ভোগে পড়তে হচ্ছে । প্রতিদিন সন্ধ্যার পরে জিইসি সংলগ্ন সেন্ট্রাল প্লাজার সামনের অংশ হকারদের দখলে চলে গেলেও নিরব ভুমিকা পালন করছে পাঁচলাইশ থানা পুলিশ।
অভিযোগ রয়েছে থানা পুলিশসহ স্থানীয় ছাত্র ও যুবলীগ নেতাদের নিয়মিত মাসোহারা দিয়ে এসব অবৈধ দোকান পরিচালনা করছে হকাররা।
সরেজমিনে দেখা গেছে, জিইসি মোড় সংলগ্ন সেন্ট্রাল প্লাজার সামনের সংস্কারকৃত বর্ধিত অংশসহ ওয়াসা অভিমুখী রাস্তার বাম পাশের রাস্তায় অনেকটুকু অংশ জুড়ে ভ্যানগাড়িতে করে পণ্য পসরা সাঁজিয়েছে হকাররা। এতে করে ওআর নিজাম রোড, গোলপাহাড়সহ কয়েকটি বেসরকারি ক্লিনিকসহ দূর্ভোগে পড়েন চট্টগ্রাম মেডিকেল কলেজ অভিমুখি মুমূর্ষু রোগীসহ সাধারণ মানুষ।
এদিকে গোলপাহাড় অভিমুখী ‘ওয়েল ফুড’র সামনে অবৈধ গাড়ি পার্কিংয়ের কারণেও জিইসি এলাকায় যানজট বাড়ছে বলে অভিযোগ করেছেন সেন্ট্রাল প্লাজার ব্যবসায়ীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ি জানান, জিইসি মোড়ের যানজট কমানোর জন্য সেন্ট্রাল প্লাজার সামনের রাস্তা সংস্কার করে বর্ধিত করে সিডিএ। কিন্তু রাস্তা সংস্কারের কয়েকদিনের মধ্যেই অবৈধ দখলে চলে যায়। তিনি বলেন, স্থানীয় ছাত্র ও যুবলীগ নেতাদের মাসোহারা দিয়ে হকার এসব দোকান পরিচালনা করেন।
এ বিষয়ে জানতে চাইলে চকবাজার থানার ওসি নুরুল হুদা বলেন, বিষয়টি আমার নজরে আসেনি।
