ভারত-পাকিস্তান আন্তর্জাতিক অঙ্গনে এখন আলোচনার অন্যতম বিষয়বস্তু। কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকে দুই দেশের স¤পর্কের চরম অবনতি ঘটেছে। এরই মধ্যে ভারতীয় একটি যুদ্ধবিমান ভূপাতিত করে আটক করেছিল এর বৈমানিক অভিনন্দনকে। শুক্রবার ভারতীয় সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে এই বৈমানিককে। এদিকে এই যুদ্ধের জন্য সরাসরি ভারত সরকারকে দায়ী করছেন একঝাঁক বলিউড তারকা।
একটি জঙ্গি গোষ্ঠির অপরাধের জন্য একটি দেশে হামলা চালানো ঠিক নয় বলে মন্তব্য করেন সদ্য কংগ্রেসে যোগ দেওয়া অভিনেত্রী শিল্পা সিন্দে। শিল্পার এই মন্তব্যকে দেশবিরোধী আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে দেওয়া হয়েছে ধর্ষণের হুমকি।
এ ঘটনার সূত্রপাত অবশ্য নবজ্যোত সিং সিধুকে নিয়ে। একটি মন্তব্যে বিতর্কে জড়িয়েছিলেন দেশটির সাবেক এই ক্রিকেটার। পুলওয়ামা হামলার পর সিধু বলেছিলেন, ‘কিছু সন্ত্রাসবাদীর জন্য একটা দেশকে আমি কখনো দায়ী করি না। ওরা আমাদের জওয়ানদের হত্যা করে আমাদের সম্মানে আঘাত করেছে কাপুরুষের মতো। কিন্তু, এর জন্য গুরু নানকের মতাদর্শে দাঁড়ি লাগাতে পারব না।’
এরপর থেকেই শুরু হয় সিধুর সমালোচনা। অনেকে সিধুকে কপিলের শো থেকে বয়কটের দাবি তুলতে থাকে। তবে সিধুকে সমর্থন জানিয়ে অভিনেত্রী শিল্পা বলেছিলেন ভুল কিছু বলেননি সিধু। শিল্পার এই সমর্থনই তাকে বিতর্কের মুখে নিয়ে এসেছে।
পুরো বিষয় নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী শিল্পা। তিনি বলেন, ‘একটা যুদ্ধকে অসমর্থন করায় যারা ধর্ষণের হুমকি দেয় তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। এরা উগ্র জাতীয়তাবাদী। উগ্র জাতিয়তাবাদ একটা রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতিকর। আমি এদের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাব, যাতে পান থেকে চুন খসলেই এরা নারীকে ধর্ষণের হুমকি দেওয়ার সাহস না পায়।’
