এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে তিন সন্তানের জননীকে বিয়ের প্রলোভনে আট বছর ধরে ধর্ষণের অভিযোগে । গতকাল বৃহস্পতিবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সানোয়ার হোসেনও দুই সন্তানের জনক। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারীর তিন ছেলের মধ্যে একজন দৃষ্টিহীন। তাকে নিয়ে বাড়িতে থাকেন তিনি। স্বামী ও বাকি দুই ছেলে কর্মের তাগিদে ঢাকায় থাকেন। এ সুযোগে প্রতিবেশী সানোয়ার তাকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে তিনি রাজি হন। এরপর থেকেই সানোয়ার তার সঙ্গে শারীরিক সম্পর্ক চালিয়ে আসছিলেন। কিন্তু বিয়ে করতে রাজি হচ্ছিলেন না। গত ৮ ডিসেম্বরও সানোয়ার তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় গ্রামের মাতবরদের কাছে বিচার চেয়ে না পেয়ে থানায় অভিযোগ করেন ওই নারী।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, ওই নারী ধর্ষণের অভিযোগে মামলা করার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
