পুলিশ নগরীর মানুষদের সাথে যোগাযোগ সহজ করতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অভিযোগ বক্স রাখছে । গতকাল নগরীর বিভিন্ন স্থানে দেখা যায় পুলিশ বাহিনীর সদস্যরা অভিযোগ বক্স স্থাপন করছে। অপরাধ কমাতে এমন উদ্যোগ নেয়া হচ্ছে জানিয়ে কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন বলেন, নগরীর মানুষদের অনেক অভিযোগ। কিন্তু অনেকেই অভিযোগ জানাতে থানায় যেতে চান না। এছাড়া অপরাধীদের সম্পর্কেও অনেকেই তথ্য জেনেও নানাকারণে থানায় যেতে ভয় পান। তাই সবধরনের গোপনীয়তা বজায় রাখার জন্য কোতোয়ালী থানাধীন এলাকাগুলোর গুরুত্বপূর্ণ ১৫টি স্পটে অভিযোগ বক্স বসানো হয়েছে। যাতে সবাই নির্বিঘ্নে যেকোন তথ্য আমাদের জানাতে পারে।

নগরীর জামালখান রোডের প্রেস ক্লাব, কাজির দৈউড়ি বাজার এলাকায়, নিউমার্কেট মোড়ে, ওয়াসা মোড়ে, সিআরবিসহ কোতোয়ালি থানাধীন গুরুত্বপূর্ণ ১৫টি স্পটে যেখানে জনসমাগম বেশি হয় সেখানে এরকম অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে জানিয়ে কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন আরো বলেন, জনসাধারনের সাথে সহজ যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করবে আমাদের এই কার্যক্রম। থানায় না এসে নগরীর বিভিন্ন অপরাধ এবং অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবে নগরীর মানুষজন। এতে নগরীতে অপরাধ আরো কমে আসবে। সেই সাথে সবার মাঝে সচেতনতা যেমন বাড়তে তেমনি পুলিশের সাথে নগরীর মানুষদের মাঝেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে।

 

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031