বিগ বি অমিতাভ বচ্চন ৭৪ বছর বয়সেও দাদাগিরি করছেন। তার দাপটে মুখ তুলে কথাও বলতে পারে না কেউ। তার একক আধিপত্য পুরো শহরে। রাজনৈতিক ক্ষমতা ও নিজের সাহসি ব্যাক্তিত্বের কারণে সবচেয়ে আলোচিত নামও তিনি। তবে বাস্তবে নয়, নতুন ছবিতে এমনই চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। ‘সরকার-৩’ এর শুটিং শুরু করেছেন অমিতাভ বচ্চন। ছবির প্রধান চরিত্রে অভিনয় কতে দেখা যাবে তাকে। রাম গোপাল বার্মা পরিচালিত এ ছবিতে একজন তুখোর রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন তিনি, যার ঈশারায় বদলে যায় অনেক কিছু। এর আগে এ ছবির দুটি সিক্যুয়ালেই অমিতাভ কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন। এবারের ছবিতে অমিতাভ ছাড়াও অভিনয় করছেন জ্যাকিশ্রফ, মনোজ বাজপাই, ইয়ামী গৌতম, রনিত রয় প্রমুখ। সম্প্রতি অমিতাভের একটি দৃশ্য দিয়ে ছবির শুটিং শুরু করেছেন রাম গোপাল বার্মা। সেই দৃশ্যটির একটি ছবি আবার পোস্ট করেছেন টুইটারে। ছবিটি নিয়ে এক্সাইটেড খোদ অমিতাভও। এ বিষয়ে তিনি বলেন, এ ছবিটি নিয়ে দর্শকদের অনেক প্রত্যাশা। তাই বিষয়টি আমার কাছে চ্যালেঞ্জিংও বটে। ৭৪ বছর বয়সে দাদাগিরি করতে দেখা যাবে আমাকে, বিষয়টি আমি নিজেও উপভোগ করছি। আমার বিশ্বাস ভালো কিছুই হতে চলেছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
