যৌথ বাহিনী দীঘিনালায় অস্ত্রসহ ইউপিডিএফ’র দুই কর্মী আটক করেছে। শনিবার দিবাগত রাত আড়াই’টায় পুলিশ ও সেনাবাহিনীর একটি দল উপজেলার বড়াদম এলাকার হেডম্যান পাড়া গ্রামের রুনা চাকমার বাড়ী থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন ইউপিডিএফ’র জনসংযোগ শাখার প্রধান রমেশ চাকমা (৬০) । সে বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি মুখ এলাকার মৃত মঙ্গল চন্দ্র চাকমা’র ছেলে। এবং অন্যজন হলেন জনসংযোগ শাখার ব্যক্তিগত সহকারী অমর চাকমা (৫৮)। সে দীঘিনালা উপজেলার বৌদ্ধপাড়া গ্রামের বিভূতিভূষণ চাকমা’র ছেলে।
এসময় তাদের সঙ্গে থাকা একটি ইতালির তৈরি ব্যারোটো পিস্তল এবং ছয় রাউন্ড গুলি ও তিনটি মোবাইল উদ্ধার করা হয়েছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
