পুলিশ চট্টগ্রাম নগরীর আকবর শাহ্ থানার কর্ণেলহাট জামে মসজিদের সামনে থেকে একটি বিদেশী তৈরী রিভলভার ও ২ রাউন্ড কার্তুজ সহ আকবর শাহ থানার তালিকা ভুক্ত আসামীকে গ্রেফতার করেছে।
রোববার(৯ অক্টোবর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. মামুন(৩১)গোলপাহাড় মফিজ দারোয়ানের বাড়ীর মফিজ দারোয়ানের ছেলে।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সদীপ কুমার দাশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আকবরশাহ্ থানাধীন কর্নেলহাট জামে মসজিদ সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে এক সন্ত্রাসী অবস্থান করছে।পুলিশ অভিযান চালিয়ে কার কাছে ১টি বিদেশী তৈরী পয়েন্ট ৩২ রিভলভার ও ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।
পুলিশ আরো জানায় ,সে আকবরশাহ থানার তালিকা ভূক্ত সন্ত্রাসী । আসামীর বিরুদ্ধে আকবরশাহ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাছাড়া আসামীর বিরুদ্ধে একটি খুনের মামলা, বিস্ফোরক আইনের ৪টি মামলা ও বিশেষ ক্ষমতা আইনের ২টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
