পুলিশের মহাপরিদর্শক(আইজিপি)এ কে এম শহীদুল হক পুলিশ ও জনগনের মধ্যে যত দুরত্ব কমবে এবং আস্থা বেশি সৃষ্টি হবে জনগন ততবেশি সার্ভিস পাবে বলে মন্তব্য করেছেন।
বুধবার(৩০ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পুলিশের মহাপরিদর্শক বলেন,চট্টগ্রাম মহানগর পুলিশ(সিএমপি) ৩৮ বছর পার করে ৩৯ বছরে পা রেখেছে।৩৮ বছরে সিএমপি অনেক সম্প্রসারণ হয়েছে। প্রথম ৬টি থানা নিয়ে সিএমপির যাত্রাশুরু। এখন ১৬টি থানা। তখন জনসংখ্যা ছিল ১০ লাখ এখন ৭০ লাখ। তখন জনবল ছিল ২ হাজার ৮০০ এখন জনবল প্রায় ৭ হাজারের বেশী।
তিনি আরো বলেন,‘আমরা আইন শৃঙ্খলার জন্য আইন প্রয়োগ করে থাকি।আইন প্রয়োগ করতে গেলে আমাদের স্বাভাবিক পুলিশিং যেখানে অনেক ক্ষেত্রে স্থান কাল পাত্র বিশেষে কাজ সমাপ্ত করতে হয়।
‘নগরায়ন যেখানে হয় সেখানে একটি বৈশিষ্ট্য থাকে,সেখানে শিল্প প্রতিষ্ঠান,শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থাকে। সুশীল সমাজের লোকজন বসবাস করে বিভিন্ন ধরনের লোকের প্রত্যোশা বিভিন্ন রকমের হয়ে থাকে।’
তিনি বলেন,মেট্রোপলিটন পুলিশ কমিশনারের হাতে থাকে সকল ক্ষমতা। আমাদের প্রত্যেকটা বিভাগীয় শহরে মেট্রোপলিটন পুলিশ আছে শুধু রংপুরে নেই।মেট্রোপলিটন পুলিশের অনেক অর্জন,সফলতা ও শৃংখলা আছে। জনগনের কাছে মেট্রোপলিটন পুলিশের গ্রহনযোগ্যতাও আছে। যে সমস্ত ক্রাইসিস সৃষ্টি হয়।সে সমস্ত ক্রাইসিসগুলো পুলিশের মাধ্যমে সমাধান করে থাকি।
জনগনের সাথে পুলিশকে সম্পৃক্ত করতে কমিউনিটি পুলিশিংয়ের প্রবর্তন করা হচ্ছে জানিয়ে আইজিপি বলেন,কমিউনিটি পুলিশ ইতিমধ্যে ব্যাপক সাড়া পেয়েছে।জনগনের সাথে পুলিশ কাজ করতে চাই।
তিনি বলেন,‘কমিউনিটি লিডাররা পুলিশকে কিভাবে চাই,সেজন্য সরাসরি জবাবদিহীতার অংশ হিসেবে তাদের পরামর্শের মাধ্যমে সেগুলো প্রয়োগ করতে কমিউনিটি পুলিশের মাধ্যমে সার্ভিস দিতে চাই।আস্থার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে।জনগন ও পুলিশ মিলে সুন্দর ও সুস্থ সমাজ নগরবাসিকে উন্নত জীবনযাপন উপহার দিতে পারবো।’
মাদক,সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ পুলিশ প্রশাসন একা দমন করতে পারবে না উল্লেখ করে আইজিপি বলেন, জনগনের সহযোগীতায় জনগনকে নিয়েই পুলিশের কাজগুলো আমরা করছি।দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জনগনের সহযোগীতা কামনা করেন আইজিপি।
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) ইকবাল বাহারের সভাপতিত্বে প্রতিষ্ঠানবার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম,সাবেক পুলিশের মহাপরিদর্শক ও সচিব নুরুল হুদা,সাবেক সিএমপি কমিশনার ওসমান আলী খান ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।
