প্রধানমন্ত্রী যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে জনগণের স্বার্থে তাঁকেও ছুটি দিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অফিসে যাচ্ছেন না দাবি করে আইনমন্ত্রীর উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ।’

শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে এ সভার আয়োজন করে জিয়া নাগরিক ফেরাম (জিনাফ) নামের একটি সংগঠন।

গয়েশ্বর বলেন, ‘প্রধানমন্ত্রী এক মাস ধরে দেশে ফিরেছেন কিন্তু তিনি অফিস আদালতে যাচ্ছেন না কেন? তিনি কি অসুস্থ? আমরা দেখলাম প্রধান বিচারপতি অসুস্থ বিধায় তাকে আইনমন্ত্রী, আইন সচিব ছুটিতে যেতে বাধ্য করলেন। অথচ যাওয়ার সময় বললেন তিনি সুস্থ। তিনি (প্রধানমন্ত্রী) অসুস্থ হয়ে থাকলে আইনমন্ত্রীকে বলতে চাই প্রধান বিচারপতিকে যে আশঙ্কার কারণে অসুস্থতার কথা বলে ছুটি দিয়ে বিদায় দিয়েছেন জনগণের আশঙ্কা ও অস্তস্তি কাটানোর জন্য প্রধানমন্ত্রীকেও ছুটি দিন।’

নির্বাচনের প্রসঙ্গ টেনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘২৫ জানুয়ারি ১৯৭৫ সালে গণতন্ত্রকে প্রথম বাক্সে বন্দী করা হয়। পরে ৭ নভেম্বর তা উদ্ধার হয়। আবার ২০১৪ সালের ৫ জানুয়ারি গণতন্ত্রকে গুম করা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন দলের নেতারা ষড়যন্ত্র করে গণতন্ত্রকে ক্রসফায়ারে দেয়ার ষড়যন্ত্র করছেন। সেটা করতে দেয়া হবে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসাথে হতে পারে না। তেঁতুল আর দুধ যেমন এক সঙ্গে রাখা যায় না ঠিক তেমনি আওয়ামী লীগ আর গণতন্ত্র এক সঙ্গে রাখলে গণতন্ত্র নষ্ট হয়ে যাবে। তাই গণতন্ত্রকে ফিরে পেতে হলে আওয়ামী লীগকে আমাদের সঠিকভাবে শিক্ষা দিতে হবে।‘

আগামী নির্বাচনে যেকোনো প্রতিকূল অবস্থায় বিএনপি অংশগ্রহণ করবে- দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, ‘আমি এখানে একটু সংশোধন করতে চাই যে, দেশে গণতন্ত্রের বিরুদ্ধে কোনো প্রতিকূল অবস্থা নিরসন করে বিএনপি নির্বাচনে যাবে না। জনগণের ভোটে কোনো ধরনের বাধার প্রসঙ্গ থাকলে সে নির্বাচনে বিএনপি যাবে না।’

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘বেগম খালেদা জিয়া যে দিক দিয়ে যায় সে দিকে জনগণ আসবেই। এটাই স্বাভাবিক, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী যখন বিদেশ থেকে এলেন পুলিশ ছাড়াও প্রায় পাঁচ হাজার লোক সিভিল পোশাকে ছিল, তারপরও লোক হয়নি।’

বিএনপিকে নির্বাচনে এসে জনপ্রিয়তা যাচাই করতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আহ্বানের কথা তুলে ধরে গয়েশ্বর বলেন, ‘আরে পাগল আমি বলবো তোমার জনপ্রিয়তা কতটুকু আছে ক্ষমতা ছেড়ে নির্বাচন দিয়ে দেখ। জানতাম নোয়াখালীর মানুষ চালাক হয়। আমার বিশ্বাস হয় না তার (ওবায়দুল কাদের) বাড়ি নোয়াখালী। মনে হয় পাবনার হেমায়েতপুর। এতবড় একটি পুরানো দলের সাধারণ সম্পাদক কেমন বাচালের মতো কথা বলেন। বাংলালিংকের বিজ্ঞাপনের মতো ‘ওরে কত কথা বলেরে’র মতো।’

আয়োজক সংগঠনের সভাপতি লায়ন মিয়া মহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031