মন্ত্রণালয়ের সচিবসহ সরকরারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে এন ৯৫ মাস্ক কেলেঙ্কারির ঘটনায় জড়িত বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে । আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করা হবে।
মঙ্গলবার ল এন্ড লাইফ ফাইন্ডেশনের পক্ষে নোটিশটি পাঠান ব্যরিস্টার হুমায়ূন কবির পল্লব ও ব্যারিস্টার মো: কাওছার।
নোটিশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ে মূখ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রণালয়ের সচিবসহ মোট ছয়জনকে বিবাদী করা হয়েছে।
এ বিষয়ে ব্যরিস্টার পল্লব বলেন, এন ৯৫ মাস্কের নামে ভুল মাস্ক সরবরাহকারী জেএমআই গ্রুপের বিরুদ্ধে তদন্ত করতে তাদের সমস্ত প্রকার চুক্তি বাতিল, সরকারি দরপত্র আহবানের ক্ষেত্রে ব্ল্যাকলিস্ট করতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, করোনা রোগীর চিকিৎসা করাতে ডাক্তারদের সুরক্ষার জন্য ইউএসএ কর্তৃক স্বীকৃত এন ৯৫ মাস্কের পরিবর্তে ভুল মাস্ক দেওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নোটিশে আরো বলা হয়েছে, এন ৯৫ মাস্কের ক্ষতিপূরণ আদায় এবং তাদের বিরুদ্ধে দেওয়ানী ও ফৌজদারি মামলা দায়ের করতে হবে।
ইউএসএ কর্তৃক স্বীকৃত এন ৯৫ মাস্ক বাংলাদেশের ডাক্তারদের ব্যবহারের জন্য সরবরাহ করতে জেএমআই গ্রুপের সঙ্গে চুক্তি করে সরকার। চুক্তি অনুযায়ী তারা ইউএসএর এন ৯৫ মাস্কের পরিবর্তে ভুল মাস্ক সরবরাহ করে।।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031