আইনের উর্ধ্বে কেউ নয় ঠাকুরগাঁওয়ে বিজিবির সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনার রেশ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন। আইন আইনের মতো কাজ করবে। আজ বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের কোস্টগার্ডের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। এ ধরনের ঘটনায় তদন্ত কমিটি গঠন বা তদন্ত হয় না। তবে এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করেছে কি-না এমন প্রশ্নের করলে স্বরাষ্ট্রমন্ত্রী কোন উত্তর দেননি। প্রসঙ্গত, গত মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গরু জব্দ করা নিয়ে বিজিবির সঙ্গে এলাকাবাসীর সংঘষ ও বিজিবির গুলিতে তিনজন নিহত হন। আহত হন বিজিবি সদস্যসহ অন্তত ১৫ জন। কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই-উৎরাই পেরিয়ে কোস্টগার্ড দুই যুগেরও বেশি সময় পার করেছে।

সম্পদ ও জনগণের সীমাবদ্ধতা থাকার পরও উপকূলীয় এলাকায় জনগণের জানমাল রক্ষা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অবৈধ কর্মকান্ড দমনে অসামান্য সাফল্য অর্জন করেছে কোস্টগার্ড। বাহিনীর সদস্যদের দায়িত্ব ও কর্ম দক্ষতায় উপকূলীয় অঞ্চলে আস্থা ও নিরাপত্তার প্রতীকে রূপ পেয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য শেষে, কোস্টগার্ডের ১৬ জন কর্মকর্তা ২২ জন নাবিক ও ২ জন অসামরিক কর্মকর্তাকে বিভিন্ন শাখায় গুরুদ্বপূর্ণ অবদানের জন্য পদক তুলে দেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031