আইন সবার জন্য সমান আইজিপি ড. মোহম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন। গতকাল (মঙ্গলবার) দেয়া সভা সমাবেশ নিয়ে দেয়া নির্দেশনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আজ বুধবার বিকালে পুলিশ সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আইজিপিকে প্রশ্ন করা হয়, সভা সমাবেশ মিছিল নিষিদ্ধের বিষয়টি শুধুই কি কোনো দলের জন্য না কি সবার জন্য। তারই উত্তরে আইজিপি বলেন, আইন সকলের জন্য সমান।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের আগে গত সপ্তাহ জুড়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাবেদ পাটোয়ারী বলেন, পুলিশ গণগ্রেপ্তার করছে না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নাশকতাকারী, পুলিশের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা হচ্ছে।
তিনি আরো বলেন, আগামীকাল ৮ই ফেব্রুয়ারির ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে।
রায়কে কেন্দ্র করে কোন বিশৃংখলা করার চেষ্টা করলে আইনগতভাবে মোকাবেলা করা হবে।
বিশৃংখলার কোন তথ্য পেলে ৯৯৯-এ ফোন করে জানানোর অনুরোধ জানিয়েছেন আইজিপি ড. জাবেদ পাটোয়ারি
