আইসল্যান্ড বিশ্বকাপে আজ দিনের দ্বিতীয় ম্যাচে আফ্রিকার পাওয়ার হাউস নাইজেরিয়ার মুখোমুখি হবে। গ্রুপ ‘ডি’ এর দুটি দলের জন্য এই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। আজ হারলেই আসর থেকে ছিটকে যাবে আফ্রিকার দেশটি। তাছাড়া সমান ভাবে আইসল্যান্ড হারলেও বিশ্বকাপে তাদের জায়গা নড়বড়ে হয়ে যাবে। ভোলগোগ্রাদে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত নয়টায়।

বিশ্বকাপের মত বিগ আসরে দারুণ ভাবেই অভিষেক হলো আইসল্যান্ডের। নিজেদের প্রথম ম্যাচেই আসরের হট ফেভারিট দল আর্জেন্টিনাকে রুখে দিল তারা। আজ তাদের দ্বিতীয় রাউন্ডে যেতে তাদের সামনে আজ নাইজেরিয়া। আজ এই বাঁধা কাটিয়ে জিততে পারলেই শেষ ষোলর দিকে এগিয়ে যাবে তারা।

অপরদিকে ক্রোয়েশিয়ার কাছে ২-০ গোলে হেরে আসর শুরু হয় নাইজেরিয়ানদের। আফ্রিকার সুপার ঈগলদের সামনে আজকের ম্যাচটি অগ্নি পরীক্ষার মতই। আসরে টিকে থাকতে হয়ে আজ তাদের জয়ের কোন বিকল্প নেই।

অতীতে একবারই শুধু নাইজেরিয়ার মুখোমুখি হয়েছিল আইসল্যান্ড। সেটা ছিল ১৯৮২ সালের একটি প্রীতি ম্যাচ।

দুই দলের সম্ভাব্য একাদশ:

নাইজেরিয়া একাদশ-

ফ্রান্সিস উজোহো,  ব্রায়ান ইদোউয়ু, উইলফ্রেড এনদি, একং, লিওন বালোগুন, ওগহেনেকারো ইতেবো, ওদিওন ইগহালো, জন অবি মিকেল, ভিক্তর মোজেস, আবদুল্লাহ শেহু, আলেক্স ইয়োবি।

আইসল্যান্ড একাদশ:

হান্নেস থর হালডরসন, সায়েভারসন, রাগনার সিগুর্ডসন, গুডমুন্ডসন, বিয়ার্নাসন, গিলফি সিগুর্ডসন, ফিনবগাসন, আরনাসন, মাগনুসন, গুন্নারসন, হালফ্রেডসন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031