আওয়ামী লীগ যে কোনো সময়ের চেয়ে বর্তমানে শক্তিশালী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন। এর আগে বহুবার আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, তাজউদ্দিন, সৈয়দ নজরুল, মনসুর আলীকে হত্যা করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগকে কেউ নিঃশেষ করতে পারে নাই। জননেত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন, আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে যাবেন। আজ সকালে শুরু হওয়া আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। সৈয়দ আশরাফ বলেন, দেশের মানুষের জন্য আওয়ামী লীগ যে আত্মত্যাগ করেছে অন্য কেউ তা করে নাই। আমরা সেই রক্তের উত্তরাধিকারী। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, দল ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তি নেই আওয়ামী লীগকে স্তব্ধ করে। আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ এগিয়ে যাবে। আওয়ামী লীগ মরবে না।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031