নুসরাত জাহান রাফির গায়ে কোরোসিন ঢেলে পুড়িয়ে দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় আসামী পক্ষের আইনজীবী এডভোকেট কাজী বুলবুল আহম্মদ সোহাগকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়েছে। জেলা আওয়ামী লীগ তাকে দলীয় সকল পদ থেকে বহিস্কার করে। সোহাগ ফেনী সদর উপজেলার কাজীর বাগ ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ন্যাক্কারজনক এ মামলায় আসামীদের পক্ষ নেয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
উলেখ্য, গতকাল বুধবার ফেনী জজ কোর্টে মামলার প্রধান আসামী মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ অন্য আসামীদের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন। বিচারক ৭ দিনের স্থলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। এ সময় এডভোকেট বুলবুল আহমেদ সোহাগ রিমান্ডের বিপক্ষে আপিল করবে বলে ঘোষণা দেয়। তিনি আসামী পক্ষের মামলা পরিচালনা করছেন।