আগামীকাল ওয়েস্ট ইন্ডিজ-ভারত পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে । রবিবার অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়। এই ম্যাচটি জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিবে ভারত।
সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচটিতে ১০৫ রানের জয় পায় বিরাট কোহলিরা। তৃতীয় ম্যাচটিতে ৯৩ রানের জয় তুলে নেয় ভারত। সুতরাং, আগামীকাল যদি ওয়েস্ট ইন্ডিজ হেরে যায় তাহলে এক ম্যাচ হাতে রেখে তারা সিরিজ হেরে যাবে।
সিরিজে এগিয়ে থাকায় আগামী ম্যাচে একাদশে পরিবর্তন আনতে পারে ভারত। অর্থাৎ, যারা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না তাদের সুযোগ দেয়া হতে পারে। এক্ষেত্রে সুযোগ পেতে পারেন রিশাব পান্ত। ওয়ানডে ক্রিকেটে তার এখনও অভিষেক হয়নি।
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, ‘আমরা একাদশে পরিবর্তন আনার বিষয়টি নিয়ে ভাবছি। আমাদের কিছু খেলোয়াড় আছে যারা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না’।
ক্যারিবীয় অধিনায়ক জ্যাসন হোল্ডার বলেছেন, ‘আমাদের শক্তভাবে ফিরতে হবে। ব্যাটিং সমস্যা দূর করতে হবে। শেষদিকের ব্যাটিং ভালো করতে হবে’।
ভারত একাদশ (সম্ভাব্য): শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি (অধিনায়ক), যুবরাজ সিং/রিশাব পান্ত, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, কুলদ্বীপ যাদব, রবীচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: এভিন লিউইস, কাইল হোপ, শাই হোপ (উইকেটরক্ষক), জ্যাসন মোহাম্মেদ, রস্টন চেজ, জ্যাসন হোল্ডার (অধিনায়ক), রভম্যান পাওয়েল, অ্যাশলে নার্স, কেজরিক উইলিয়ামস, দেবেন্দ্র বিশু, মিগুয়েল কামিন্স।
