কঠোর নিন্দা জানিয়ে রোববার কড়া একটি সম্পাদকীয় প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের ইলেকটোরাল কলেজ ভোটে জয় আটকে দেয়ার জন্য রিপাবলিকান কিছু সদস্য যে ‘স্ট্যান্ট’ বা ধোকাবাজি করছেন। এতে সতর্ক করা হয়েছে যে, রিপাবলিকানদের এমন কর্মকা-ে দেশের এবং দলের দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে। ওই সম্পাদকীয়তে বলা হয়েছে, এ সপ্তাহে ইলেকটোরাল কলেজ সুবিধা নেয়ার বিষয়টি কাজ করবে না। কারণ, (রিপাবলিকানদের সঙ্গে থাকবেন না) প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটরা। এতে আরো বলা হয়, কল্পনা করুন যদি রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদ পরিচালনা করতেন তাহলে কি ঘটতে পারতো। মিস্টার বাইডেনকে ভোট দিয়েছেন যুক্তরাষ্ট্রের ৮ কোটি ১০ লাখ ভোটার। এমন অভ্যন্তরীণ একটি ইস্যুতে সেসব ভোটার হতবুদ্ধ হবেন। এর ফলে রাজনৈতিক প্রতিক্রিয়া হতে পারে আগ্নেয়গিরির মতো এবং বোধগম্য যে, এরকমই কিছু ঘটবে।

প্রতিনিধি পরিষদের শতাধিক সদস্য এবং কমপক্ষে ১২ জন সিনেটর বলেছেন, বুধবারের ইলেকটোরাল কলেজ ভোট গণনায় আনুষ্ঠানিকভাবে আপত্তি তুলবেন। এক্ষেত্রে তারা ১৮৮৭ সালের ইলেকটোরাল কাউন্ট অ্যাক্টকে তুলে ধরবেন। এর ফলে ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় পরিষদ রিপাবলিকানদের এমন প্রচেষ্টাকে অসাংবিধানিক হিসেবে আখ্যায়িত করেছে। এতে বলা হয়েছে, রাজ্যের ইলেক্টররা যে সিদ্ধান্ত দিয়েছেন, তা পাল্টে দ্বিতীয়বার কোনো কিছু বিবেচনার এখতিয়ার কংগ্রেসকে দেয়নি আইন।

সম্পাদকীয়তে আরো বলা হয়েছে, দলীয় দৃষ্টিকোণ থেকে এই আইনকে দেখার মাধ্যমে ডেমোক্রেটদের হাতে অধিক পরিমাণ সমরাস্ত্র তুলে দেবেন রিপাবলিকানরা, যার ফলে ডেমোক্রেটরা ইলেকটোরাল কলেজ ভোট উল্টে দিয়ে সরাসরি জনপ্রিয় ভোটের ইস্যু তুলতে পারেন। রিপাবলিকানরা এই আগুন নিয়ে খেলছেন। তাতে তাদের রাজনৈতিক হিসাব নিকাশ যা-ই হোক না কেন।
ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় বোর্ড আরো তুলে ধরেছে যে, রিপাবলিকানদের পক্ষে এই প্রচেষ্টায় নেতৃত্বে রয়েছেন যে দু’জন ব্যক্তি তারা হলেন সিনেটর জোশ হাওলে এবং সিনেটর টেড ক্রুজ। তাদেরকে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে শক্তিধর প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। সম্পাদকীয়তে বলা হয়, এমন অবস্থায় যে প্রচেষ্টা নেয়া হয়েছে তা হবে অধিক পরিমাণ রাজনৈতিক হীনমন্যতা। এর ফলে ডেমোক্রেটরা ভবিষ্যতে নির্বাচনের ফল খুব কাছাকাছি হলে তারাও এমন অবস্থান নিতে পারেন নিশ্চিতভাবে। চার বছর পরে রিপাবলিকানদের ক্ষমতায় ফেরার ক্ষেত্রে এই প্রচেষ্টা হতে পারে একটি নিকৃষ্ট রাজনৈতিক কৌশল।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031