পার্কে কিংবা রাস্তার ধারে বেঞ্চে বসার অভিজ্ঞতা কম-বেশি সবার আছে। কিন্তু এই বেঞ্চগুলোর রকমসকমও যে কত বিচিত্র হতে পারে, তা ভাবা কঠিন! পৃথিবীর নানা প্রান্তের অনন্য কিছু বেঞ্চি হাজির করা হলো পাঠকদের সামনে।
এসচ-সার-আলজেট্টে, লুক্সেমবার্গ

মেসাচুসেটস, আমেরিকা
নেদারল্যান্ডস


কিয়েভ, ইউক্রেন