নিঃসন্দেহে আজান হলো ইসলামের অখন্ড অংশ আজান নিয়ে করা বলিউডের গায়ক সোনু নিগমের করা টুইটের জবাবে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টে বলেছে । তবে এক্ষেত্রে মাইক বাজিয়ে এর প্রচার আবশ্যক নয়। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। উল্লেখ্য, সোনু নিগম উচ্চস্বরে বা মাইকে আজানের প্রচার নিয়ে কয়েকদিন আগে ধারাবাহিক টুইট করেন। এক পর্যায়ে তিনি মাইকে আজান প্রচারের সময়কার একটি ভিডিও প্রচার করেন টুইটে। তার টুইটে আহত হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করে এমন একটি গ্রুপ। পুলিশ তাদেরকে জানিয়েছিল তারা তদন্ত করে দেখবে। ওদিকে হরিয়ানার সোনেপাটের অধিবাসী আয়াজ মোহাম্মদ আদালতে মামলা করেন সোনু নিগমের বিরুদ্ধে। তারই রায় দিয়েছে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
