গতকাল ৩ ডিসেম্বর ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডস্থ চৌধুরীহাট ফতেয়াবাদ কলেজ রোড, আস্তানায়ে শাহ্ মতিউর রহমান বিশ্ব ফকির মনজিলে হযরত শাহ্সূফী সৈয়দ মুহাম্মদ মতিউর রহমান (মতি ফকির) আলকাদেরী, আল চিশতী, আল আশরাফী (ক:) ২৯তম ওরশ শরিফ উপলক্ষে এক আজিমুশ্শান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে মুনাজাত পরিচালনা করেন সাহেব জাদা মুহাম্মদ জয়নুল আবেদীন। মাহফিলে উপস্থিত ছিলেন শাহজাদা আকতার হোসাইন, ইমাম আবু জাফর আশরাফী, মাওলানা মাহমুদুল্লাহ ফারুকী, গাজী শাহজাহান কবির, মন্নান কোম্পানী, গাজী মুহাম্মদ ইসমাইল, শাহজাদা আনোয়ার শাহ্, শাহজাদা সৈয়দ ফয়সাল, দেব প্রসাদ দাশ দেবু, রিমন মুহুরী, বাবুল সদ্দার, শাহজাহান খান, মুহাম্মদ আনোয়ার হোসেন, মুহাম্মদ শহিদুল্লাহ, মেহেদী হাসান, মুহাম্মদ সিদ্দিক প্রমুখ। সেমা মাহফিলে অংশগ্রহণ করেন কাওয়াল মেহেদী হাসান ও তার দল।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
