মঙ্গলবার বন্ধ রাখা হয়েছে রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কারলভকে নৃশংস উপায়ে হত্যার পর তুরস্কে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইরান দূতাবাসের কর্মকা । বিশেষ করে, রাশিয়ান রাষ্ট্রদূতকে হত্যার পর এক ব্যক্তি  যুক্তরাষ্ট্রের দূতাবাসের দিকে অগ্রসর হয় ও স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে গুলি করা শুরু করে। এ ঘটনায় কেউ হতাহত হয় নি। তবে ওই ব্যক্তিতে আটক করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্র দূতাবাস ওই সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রদূতকে হত্যায় তুরস্কের তিনটি শহর ইস্তাম্বুল, ট্রাবজোন ও ইজুরুমে অবস্থিত ইরানের কনস্যুলেট মঙ্গলবার বন্ধ রাখা হয়েছে। ইরান দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। এতে ওই সব শহরে অবস্থিত কনস্যুলেটগুলোতে না যাওয়ার জন্য সব ইরানি নাগরিককে আহ্বান জানায় দূতাবাস। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওদিকে তুরস্কের আঙ্কারায় ফরাসি ও জার্মান দূতাবাসের কর্মকর্তারা বলেছেন, তাদের কর্মকা- স্বাভাবিক গতিতে চলছে।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031