বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গাঁজাসহ এক পুলিশ কনস্টেবল এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় । গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের পরিচয়পত্রসহ আটক করা হয়।

আটক কনস্টেবল কিশোরগঞ্জের ভৈরবের আকবর নগর এলাকার আসাদুল্লাহ। তিনি রাজধানীর লালবাগ থানার পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত অছেন।

আটক অন্যজন নরসিংদীর রায়পুরার নারায়ণপুরের গকূলনগর এলাকার সুমন চন্দ্র বিশ্বাস। তিনি সিলেটের কদমতলী রেলওয়ে ফাঁড়ির রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য।

আজমপুর বিজিবি ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল গোলাম কবির জানান, আখাউড়ার সীমান্তের আজমপুর বিওপির টহল জওয়ানরা আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালানোর সময় তাদের আটক করেন। এসময় তাদের থেকে আধা কেজি গাঁজা জব্দ করা হয়।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031