বিজিবি অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের চার সদস্যকে আটকের পর ছেড়ে দিয়েছে ।
রবিবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ি বিওপির টুআইসি হাবিলদার রবিউল হক।
বিজিবি জানায়, সশস্ত্র অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ায় তারা বিএসএফের চার সদস্যকে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন। পরে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে দুপুরে আটক সদস্যদের বিএসএফ কোম্পানি কমান্ডারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদের মধ্যে অমর জিৎ সিং নামে এক উপ-পরিদর্শকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি তিনজনের মধ্যে একজন হাবিলদার এবং দুইজন কনস্টেবল বলে জানা গেছে। আটক সদস্যরা ভারতের হরেন্দ্রপুর বিএসএফ ক্যাম্পের সদস্য বলে জানিয়েছে বিজিবি।
সীমান্তের একাধিক সূত্র জানায়, রবিবার বেলা ১১টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের চার সদস্য অস্ত্রশস্ত্র নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে লোকালয়ে ঢুকে পড়ে। পরে গ্রামবাসী স্থানীয় ফুলবাড়ি বিওপিতে খবর দিলে বিজিবি সদস্যরা তাদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। বিষয়টি অবহিত করা হয় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় সাংবাদিকরা। এ সময় বিজিবি সদস্যরা সাংবাদিকদের আটক বিএসএফ সদস্যদের ছবি তুলতে নিষেধ করেন। পরে দুপুর আটক বিএসএফ সদস্যদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিএসএফ কোম্পানি কমান্ডারের কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল ইমাম হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথমে জানান, ভুল করে পথ ভুলে আমাদের সীমান্তে ঢুকে পড়েছিল ওরা। বিষয়টি তেমন কিছুই নয়। পরে আবার বলেন আমাদের সাথে তাদের পতাকা বৈঠক ছিল।
