ইয়াবাসহ এক যুবককে আটক করেছে ৪বর্ডার গার্ড ব্যাটালিয়ান আওতাধীন মরিচ্যা যৌথ চেক পোষ্টের বিজিবি জোয়ানরা অভিযান চালিয়ে। ইয়াবা বহনের দায়ে একটি প্রাইভেট কার জব্দ করা হয়। ইয়াবা ও প্রাইভেট কারের আনুমানিক মূল্য ২২লাখ ৭৯ হাজার ১৪০ টাকা বলে বিজিবি জানিয়েছেন । মরিচ্যা যৌথ চেক পোষ্টের নায়েব সুবেদার নজরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে টেকনাফ থেকে ককসবাজার মুখী একটি প্রাইভেট কার গাড়ী তল্লাশী চালিয়ে ৩৫৯০ পিস ইয়াবা সহ মো: নুরুসাফা (২৭)কে আটক কর্ ি।

আটককৃত যুবক ককসবাজার সদর উপজেলার বুমুরিয়া ঘোনা গ্রামের আলতাছ আহমদের ছেলে । সন্ধ্যায় উখিয়া থানায় সোপর্দ দেওয়া হয় বলে সুবেদার জানান ।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031