নগর গোয়েন্দা পুলিশ চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন পুরাতন রেলস্টেশন এলাকায় পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় একজনকে আটক করেছে । আটক ছিনতাইকারীর নাম মোঃ জাহেদুল ইসলাম (৩৫)। গতকাল মঙ্গলবার রাতে ছিনতাইয়ের সময় একটি ছোরা সহ হাতে নাতে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান বলেন, পুরাতন রেলস্টেশন এর সামনে রাস্তার উপর ১টি সিএনজি টেক্সী হতে শোর-চিৎকার শুনে দ্রুত সিএনজি টেক্সীটি পথরোধ করে উক্ত টেক্সী থেকে একজন ছিনতাইকারী দ্রুত পালিয়ে গেলেও অপর একজন ছিনতাইকারীকে ডিবি পুলিশ হাতে নাতে আটক করতে সক্ষম হয়।
ছিনতাইকারীর নিকট হইতে ছিনতাইকৃত পঁচিশ হাজার টাকা জব্দ করা হয়েছে।
