বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজার দেয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। আজ শনিবার দুপুরে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বায়তুল মোকাররমের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে যেতে চাইলে পুলিশ ফকিরাপুলে বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এসময় ২৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মিছিলের নেতৃত্বে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু এবং চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, শহীদুল ইসলাম বাবুল, হারুনুর রশীদ, আ ক ম মোজাম্মেল হক, খান রবিউল ইসলাম রবি, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার পর বায়তুল মোকাররমের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ফকিরাপুল পানির ট্যাংকের সামনে গেলে হাজার খানেক নেতাকর্মী যোগ দেন।
পরে পানির ট্যাংক পেরিয়ে সামনে এগুতে থাকলে পুলিশ পেছন থেকে টিয়ারশেল নিক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান জিমি, ওলিউদ্দিন, জাহেদ, রশিদ এবং বিজয় নগর থেকে বিএনপি নেতা নবিউল্লা নবিসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ।
