র্যাব নগরীর পতেঙ্গায় ককটেলসহ দুই ছিনতাইকারীকে হাতে নাতে আটক করেছে।
আটক দুজন হল, রহমত আলী (১৯) এবং আনিছ মিয়া (১৬)।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে ৮টার দিকে পতেঙ্গা মহাজনঘাটা থেকে তাদের আটক করা হয়।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান সিটিজিনিউজককে জানান, পতেঙ্গা মহাজনঘাটা এলাকায় প্লাস্টিকের ভেতরে কম্বল এবং এর ভেতরে দুটি ককটেল নিয়ে তারা ছিনতাইয়ের জন্য অপেক্ষা করছিল। এসময় তাদের হাতে নাতে ধরে ফেলা হয়।
আটক দুজনকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।
