13563156_

চট্টগ্রাম : মঙ্গলবার  দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আয়োজিত সাংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য জানিয়েছেন,পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু  হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ত একজনসহ মোট দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল ও ছয় রাউন্ড বুলেট উদ্ধার করেছে পুলিশ ।

গ্রেফতারকৃতরা হচ্ছে এহতেশামুল হক ভোলা ও মনির, সোমবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

 গ্রেফতার হওয়া এহতেশামুল হক ভোলা  মিতু হত্যা ঘটনায় অস্ত্র সরবরাহ করেছে। অস্ত্র খুনীদের সরবরাহ করার জন্য কে বলেছিলো সেটা জানার জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ।

সাংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য জানিয়েছেন, ইতোপূর্বে স্বীকাররাক্তি মুলক জবান বন্দি দেওয়া ওয়াসিম ও আনোয়ারের তথ্য অনুযায়ী নগরীর বাকলিয়া এলাকা থেকে এহতাশেমুল হত ভোলাকে গ্রেফতার করা হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী একই এলাকা থেকে মনির নামের অপর আরো একজনকে গ্রেফতার করা হয়েছে, যার কাছে পাওয়া গেছে দুুটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি।

“এরমধ্যে ভোলা মিতু হত্যা মামলার অস্ত্র সরবরাহকারী । প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকারও করেছে বিষয়টি। আর মনিরের কাছে অস্ত্র পাওয়া গেলেও সে মিতু হত্যার ঘটনায় জড়িত নয় বলে উল্লেখ করেন দেবদাস ভট্টাচার্য।

ভোলার দেওয়া তথ্য অনুযায়ী মনিরকে আটক ও অস্ত্র উদ্ধার করা হলেও এগুলো ঘটনায় ব্যবহৃত হয়েছে কিনা এখনো ণিশ্চিত হওয়া যায়নি। আর ভোলাকে খুনীদের কে অস্ত্র সরবরাহ করতে বলেছে তা জানার জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসবাদ করা হবে বলেও জানান দেবদাস।

গত ৫জুন নগরীর জিইসি মোড়ে বাসার কাছে দূর্বৃৃত্তদের গুলিতে খুন হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031