বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ছয়জনকে আটক করেছে । শুক্রবার পাঁচটি কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন- তারিকুল ইসলাম, মিলন, আব্দুল্লাহ আল মহসীন ও আজিমুল আবিদ খান, রাকিব হাসান মুন ও তাসকিনুর রহমান।

এদের মধ্যে তারিকুলকে নীলক্ষেত হাইস্কুল কেন্দ্র থেকে, মিলনকে উইলস লিটন ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে, মহসীন ও আবিদকে কার্জন হল কেন্দ্র থেকে, রাকিবকে সিদ্ধেশ্বরী স্কুল থেকে এবং তাসকিনুর রহমানকে আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আটক করা হয়। আটকরা কিভাবে পরীক্ষায় জালিয়াতি করেছিল সে বিষয়ে কিছু জানা যায়নি।

গত শুক্রবার ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১৩ জনকে আটক করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। মোবাইলে এসএমএসের মাধ্যমে প্রশ্নত্তোর নেয়ার সময় হাতেনাতে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়।

এদিকে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে প্রচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর কলা অনুষদের অধীনে ‘খ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে দেশের সেরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু হয়। আজ সকাল ১০টায় ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। চলে বেলা ১১টা পর্যন্ত।

এ বছর ‘ঘ’ ইউনিটের জন্য নির্ধারিত ১ হাজার ৫৪০ আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ১ লাখ ৯ হাজার ১৭০টি। এসব আসনের মধ্যে বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৯৭টি, বিজনেস স্টাডিজ শিক্ষার্থীদের জন্য ৩৯০টি ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ৫৩টি আসন নির্ধারিত রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫৪টিসহ মোট ৯৯টি কেন্দ্রে এবারের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাবির বাহিরের কেন্দ্রগুলো হলো, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ, আনোয়ারা বেগম মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ড. শহীদুল্লাহ কলেজ, লালবাগ মডেল স্কুল ও কলেজ, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নতুন পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজ, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, ইডেন মহিলা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, নীলক্ষেত হাইস্কুল, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, আইডিয়াল কলেজ, নিউ মডেল ডিগ্রি কলেজ, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা স্টেট কলেজ, মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয় ও আলহাজ মকবুল হোসেন ইউনিভার্সিটি কলেজ।

এছাড়া শেরেবাংলা নগর গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল, শেরেবাংলানগর গভর্নমেন্ট গার্লস হাইস্কুল, খিলগাঁও গভর্নমেন্ট হাইস্কুল, খিলগাঁও মডেল কলেজ, খিলগাঁও মডেল হাইস্কুল, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুল, হাবিবুল্লাহ বাহার কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, সেগুনবাগিচা হাইস্কুল, টিকাটুলি কামরুন্নেসা গভর্নমেন্ট গার্লস হাইস্কুল, শেরেবাংলা গার্লস কলেজ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, পগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, কে এল জুবিলি স্কুল অ্যান্ড কলেজ এবং আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একযোগে পরীক্ষ অনুষ্ঠিত হয়।

পরীক্ষার হলে প্রবেশের সময় ভর্তিচ্ছুদের ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ সব ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়। পরীক্ষায় জালিয়াতি ও সব ধরনের অনিয়ম রুখতে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031