আদালত পরিচালনা করে আট গাড়ি চালককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ট্রাফিক আইন অমান্যকারী গাড়ি চালকদের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশ ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যৌথভাবে ভ্রাম্যমান ।

বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের দক্ষিণ বিভাগের শাহবাগ এলাকায় ও  ঢাকা মহানগর ট্রাফিক উত্তর বিভাগ মেরুল বাড্ডা এলাকায় এ অভিযান পরিচালনা করে।

শাহবাগ এলাকায় অভিযান পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান ও মেরুল বাড্ডা এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর  রহিম সুজন।

যৌথ অভিযানে ৩৬ চালকের বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়া আটজন চালককে কারাদ- দেওয়া হয়। এদের মধ্যে সাতজনকে একমাস করে ও একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

এ সময় ট্রাফিক আইন অমান্যে বিভিন্ন গাড়ির বিরুদ্ধে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় ও  সাতটি গাড়িকে ডাম্পিং করা হয়েছে। পর্যায়ক্রমে ডিএমপির অন্যান্য ট্রাফিক বিভাগেও এই যৌথ অভিযান অব্যাহত থাকবে জানিয়েছে ডিএমপি।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031