জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো আলোচিত ব্যবসায়ী মূসা বিন শমশেরের ছেলে ববি হাজ্জাজ প্রতিষ্ঠিত ।
সোমবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই দল ঘোষণা করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সারাদেশ থেকে হাজারখানেক লোক যোগ দেন।
নিজ দল সম্পর্কে ববি হাজ্জাজ বলেন, ‘এনডিএম-এই দলে সবাই সমান। দলের সকল বড় সিদ্ধান্ত নেয়া হবে কর্মীদের সম্মতিতে, তথ্য-প্রযুক্তির মাধ্যমে। নির্বাচনের প্রার্থী বাছাই করা হবে প্রাইমারির মাধ্যমে। দলে ছায়া মন্ত্রিসভা থাকবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ হাসিলের জন্য এই দল নয়। এনডিএম প্রতিহিংসা ও বিভেদের রাজনীতি করবে না। কিন্তু রাজনৈতিক দল হিসেবে এনডিএম ভুলের সমালোচনা করবে। এই দেশ আমাদের, এই দেশ আমাদের পরিচয়, এই দেশ নিয়ে কোনো ধরনের আপস হবে না।’
ববি বলেন, ‘আমি এই দলের একজন কর্মী। সারাজীবন কর্মী হয়েই থাকতে চাই। গত দুই বছর খুলনা থেকে জামালপুর, সুনামগঞ্জ থেকে কক্সবাজার ঘুরে জনগণের সাথে কথা বলেছি। এসি রুমে বসে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই দল আত্মপ্রকাশ করেনি। ২০ বছর ধরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনৈতিক বিশ্লেষক বা উপদেষ্টা হিসেবে কাজ করেছি। অনেক পশ্চিমা দেশেও রাজনীতি ও গণতন্ত্র চর্চা কাছ থেকে দেখে এসেছি। অভিজ্ঞতা থেকেই এনডিএম এর আত্মপ্রকাশের প্রয়াস।’
দলের পক্ষে দাবি তুলে ধরেন ববি হাজ্জাজ। বলেন আমাদের দাবি হচ্ছে: ১. জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। ২. দুর্নীতি ও লুটতরাজ বন্ধ করতে হবে। ৩. রাজনৈতিক সহিংসতায় ছাত্র ও যুবকদের ঠেলে দেয়া বন্ধ করতে হবে। ৪. আইনের শাসন কায়েম করতে প্রশাসনে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। ৫. সাংবিধানিক মৌলিক অধিকার বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
