ইন্টার্নি চিকিৎসকরা গাজীপুরের তারগাছ এলাকায় তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজে কর্মবিরতি, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে । সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে এসব কর্মসূচি পালন করা হয়।
আন্দোলনরত ইন্টার্নি চিকিৎসকরা জানান, গত ১৪ ফেব্রুয়ারি তাদের এক নারী সহকর্মীকে মারধর এবং উত্যক্ত করেন একাদশ ব্যাচের আবদল্লাহ মামুন নামে এক ইন্টার্নি চিকিৎসক। বিষয়টি নিয়ে ইন্টার্নি চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদের সঙ্গে মামুনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মামুনকে থাপ্পড় দেয়া হয়। এর জেরে কলেজ প্রশাসন বুলবুলকে ছয় মাসের জন্য (সাময়িক) বহিষ্কার করে।
তাদের দাবি, ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রশাসনের রোষানলে পড়েছেন বুলবুল। মামুন দোষী হয়েও কলেজ কর্তৃপক্ষের আস্থাভাজন হওয়ায় তাকে শাস্তি না দিয়ে বুলবুলকে বহিষ্কার করা হয়েছে। তারা কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের বিরোধীতা এবং বুলবুলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন বলে জানান।
এ ব্যাপারে তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক আকন্দ বলেন, ‘কলেজের শৃঙ্খলা কমিটি বুলবুল নামের ওই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। সে যদি পুনর্বিবেচনার আবেদন করে, তবে সেটি শৃঙ্খলা কমিটি বিবেচনা করবে। কিন্তু এখন যে আন্দোলন হচ্ছে তার কোনো যৌক্তিকতা নেই।’
