আপিল বিভাগের বিচারপতিরা যদি প্রধান বিচারপতি এসকে সিনহার সঙ্গে বসতে না চান তাহলে এটা সংবিধানের লঙ্ঘন এবং তাদের শপথ ভঙ্গ হবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি জয়নুল আবেদিন। দুপুরে সমিতির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটর্নী জেনারেল ষড়যন্ত্র করে প্রধান বিচারপতিকে সরিয়ে দিয়েছেন। এটর্নী জেনারেল সুপ্রিম কোর্ট বারকে বিভক্ত করার চেষ্টা করছেন। তিনি ষড়যন্ত্র করে আপিল বিভাগের বিচারপতিদের নিয়ে যেভাবে প্রধান বিচারপতিকে সরিয়ে দিয়েছেন একইভাবে সমিতির সভাপতি ও সম্পাদককে সরিয়ে দেয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, আপিল বিভাগের বিচারপতিরা প্রধান বিচারপতির সঙ্গে বসতে চান না এই বক্তব্য এটর্নী জেনারেল এবং সরকারের। যদি এ ধরনের বক্তব্য তারা দেন এবং বিচারপতিরা যদি বসতে না চান তাহলে এটি হবে সংবিধানের লঙ্ঘন।

 কারণ বিচারপতিরা সংবিধানের বাইরের কেউ নন।
তিনি বলেন, এখন ঘনঘন বঙ্গভবনে বিচারপতিদের আমন্ত্রণ জানানো হয়। তাদের ডাল ভাত খাওয়ানো হয়। এটি অতীতে কখনও দেখিনি। জাতি জানতে চায় কি এমন ঘটনা ঘটেছে যে আলোচনা করার জন্য প্রেসিডেন্ট বার বার বিচারপতিদের আমন্ত্রণ জানান। জয়নুল আবেদিন বলেন, বার বার যারা বঙ্গভবনের দাওয়াতে যাচ্ছেন তাদের কিন্তু ভবিষ্যতে সিনিয়র আইনজীবীদের সঙ্গে বসে চিন্তা ভাবনা করতে হবে। আমরা এক সময় জানতে চাইব। তিনি অভিযোগ করে বলেন, এটর্নী জেনারেল বিচার বিভাগকে ধ্বংসের লক্ষ্যে বিভিন্ন সময়ে রাজননৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন। তার কার্যকলাপ সংবিধান বর্হিভুত। সংবাদ সম্মেলনে সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকনসহ নেতারা উপস্থিত ছিলেন।
Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031