কিছুদিন আগে ভারতে আব্দুল্লাহ আল মামুন নামে এক বাংলাদেশী যুবক গ্রেপ্তার হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো: মনিরুল ইসলাম জানান। সেখানকার আইন-শৃংখলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে, মামুন একজন জঙ্গি। ভারতে জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত। বিষয়টি আমাদের নজরে এসেছে। তার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেয়া হচ্ছে।
গতকাল দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে (ক্র্যাব) ইংলিশ স্পোকেনের এক প্রশিক্ষণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব জানান।
মনিরুল ইসলাম জানান, মামুন ভারতে গ্রেপ্তার হওয়ার পর আমরা প্রাথমিকভাবে তার তথ্য পেয়েছি। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলা তাড়াকান্দা এলাকায়। সে একটি মাদ্রাসায় পড়াকালীন ২০০৮ সালে ভারতে চলে যায়। সেখানে গিয়ে জঙ্গি কার্যক্রমের সঙ্গে সংযুক্ত হয়। দীর্ঘদিন ধরে সে ভারতে পলাতক ছিল। মামুন বাংলাদেশে একাধিকবা ঢোকার চেষ্টা করেছিল। কিন্তু, আইন-শৃংখলা বাহিনীর কঠোর নজরদারির কারণে সে ঢুকতে পারেনি। বাংলাদেশে কোন জঙ্গি হামলায় মামুন জড়িত কি-না তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিতভাবে তথ্য দেয়া হবে। তিনি আরও জানান, দেশে কিছু বিছিন্ন জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। ওইসব ঘটনার পর আইন-শৃংখলা বাহিনী উগ্রবাদীদের দমনে সর্বাত্মক অভিযানে নামে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে। জঙ্গিদের অপারেশন ক্যাপাসিটি একেবারে ভেঙ্গে ফেলা হয়েছে। দেশে নতুন কোন জঙ্গি হামলার আশংঙ্কা নেই। তিনি আরও জানান, কিছু যুবক এখনো মিসিং আছে। ধারণা করা হচ্ছে তারা জঙ্গিবাদের সঙ্গে জড়িত আছে। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে দেশের প্রত্যেক জেলায় গঠন করার উদ্যোগ নেয়া হয়েছে। হলি আর্টিজান মামলার চার্জশীট দ্রুত দেয়া হবে। শাহবাগে সিদ্দিকুরের ঘটনায় কতজন পুলিশ কর্মকর্তা অভিযুক্ত হয়েছে বিষয়টির সমদ্ধে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি আমার কোন আপডেট জানা নেই।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মনিরুল ইসলাম বলেন, আধুনিক বিশ্বে টিকে থাকতে হলে ইংরেজী শিক্ষার বিকল্প নেই। নিজের পেশাগত দক্ষতাকে বাড়াতে হলে অবশ্যই ইংরেজী জানা লাগবে। কারণ বাইরের দেশে যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে ইংরেজী ভাষা।
অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিশনের সভাপতি আবু সালেহ আকন। সংগঠনের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনের পরিচালনায়
এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক মোরসালিন নোমানি ও ডিএমপির ডিসি (মিডিয়া) মো: মাসুদুর রহমান প্রমুখ।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
