রানার আপ হয়বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে সদ্য সমাপ্ত নিদাহাস ট্রফিতে । ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও শেষমেশ দুই উইকেটে হেরে যায় টাইগাররা। লিগ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে দুইটি ম্যাচ খেলে দুইটিতেই জয় পায় বাংলাদেশ।
শনিবার জন্মদিন উপলক্ষ্যে মিরপুরের সাকিব’স ৭৫ রেস্টুরেন্ট ও কনভেনশন হলে ব্যাপক আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের স্পন্সর ছিল ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম ‘লিংকআস’। অনুষ্ঠানে সাকিব আল হাসান নিদাহাস ট্রফি নিয়ে কথা বলতে গিয়ে বলেন, এই সিরিজে আমরা প্রমাণ করেছি যে, আমরাও ভালো খেলতে পারি।
সাকিব আল হাসান বলেন, ‘নিদাহাস ট্রফিতে সবচেয়ে ভালো বিষয় হলো যে আমরা নিজেদের পাঁচটি ম্যাচেই ভালো খেলেছি। আর ভালো খেলার যে আত্মবিশ্বাসটা সেটা আমাদের খুব দরকার ছিল। আমরা এই সিরিজে প্রমাণ করেছি যে আমরাও ভালো খেলতে পারি।’
টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক বলেন, ‘আসলে এই সিরিজেও আমাদের ছোট ছোট কিছু ভুল ছিল। আমরা খুব দ্রুতই ভুলগুলো শুধরানোর চেষ্টা করছি। আসলে টি-টোয়েন্টি ছোট ফরম্যাটের খেলা। এখানে ছোটখাট ভুলগুলোও ম্যাটার হয়ে দাড়ায়। দেখেন যে এক বা দুই রান নিতে কোনোরকম ব্যর্থ হলে পরে তার জন্যই ব্যর্থ হতে হয়। তাই এই ছোট ছোট ভুলগুলো নিয়েই মূলত আমরা কাজ করছি।’
সাকিব আল হাসানের জন্মদিন মূলত আগামীকাল। কিন্তু শনিবার ব্যস্ততা রয়েছে টাইগার অলরাউন্ডারের। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে কিশোরগঞ্জ যাবেন সাকিব আল হাসান। সঙ্গে যাবেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমানও। তাই আজই জন্মদিন উদযাপন করলেন সাকিব আল হাসান।
