আমরা ধৈর্য ধরছি। ঝড় আপনারা উঠাচ্ছেন। আজ অধস্তন আদালতের বিচারদের আচরণ ও শৃংখলাবিধির গেজেট উপস্থাপনের ধার্য দিনে এটর্নি এটর্নি জেনারেলের উদ্দেশে এ কথা বলেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এ সময় তিনি আরো বলেন, আপনারা মিডিয়ায় অনেক কিছু বলেন। কোর্টে এসে অন্য কিছু বলেন- আপনাকে নয়, আপনাদেরকে বলছি। শুনানির শুরুতে এটর্নি জেনারেলের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, গত তারিখে কি কথা ছিল? আলাপ-আলোচনার কথা হয়েছিল। তার সঙ্গে কে কে থাকবে? জবাবে এটর্নি জেনারেল বলেন- ল’ মিনিস্টার। এরপর প্রধান বিচারপতি বলেন, এর আগে দুই সপ্তাহ সময় দেয়া হয়েছিল। আপনারা আলাপ আলোচনা করেন নি। আপনিই বলেন, কবে কি হবে? এ সময় প্রধান বিচারপতি বলেন, আপনারা ঝড় তুলছেন। আমরা কি কোনো মন্তব্য করেছি? তার এ মন্তব্যের জবাবে এটর্নি জেনারেল বলেন- না, করেন নি। সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আমিরুল ইসলাম এ সংক্রান্ত একটি আবেদনের শুনানি করতে চাইলে এটর্নি জেনারেল ও আমিরুল ইসলামের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, আমরা বিচার বিভাগ খুব ধৈর্য ধরছি। যথেষ্ট ধৈর্য ধরেছি। আজকের পত্রিকায় একজন কলামনিস্টের লেখা দেখেছি। আমাদের আরো পরিপক্বতা দরকার। এ পর্যায়ে তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণার প্রসঙ্গ আনেন। তিনি বলেন, পাকিস্তান সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীকে… করেছেন। শুনানি শেষে অধস্তন আদালতের বিচারকদের চাকরির আচরণ বিধির গেজেট প্রকাশের জন্য আগামী ৮ই অক্টোবর দিন ধার্য করেন আপিল বিভাগ।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
