রাজনীতিবিদ হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির মামলায় শাস্তি হওয়া আমাদের জন্য লজ্জাজনক খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম বলেছেন। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এসময় মন্ত্রী আরো বলেন, বিএনপি চেয়াপারসনের ৫ বছরের কারাদ- প্রমাণ করে অপরাধের কোনো ক্ষমা নেই। এ মামলা গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে হয়েছে। নির্বাচনের মাঠ গরম করে সরকারকে অস্থিতিশীল করতে তারা এতদিন মামলাটিকে দীর্ঘায়িত করেছেন। তারেক জিয়াকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দায়িত্ব দেয়া প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, ফেরারি আসামি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন।
তবে বিএনপির সব নেতা-কর্মী দুর্নীতিবাজ নয়। দেশপ্রেমিক কিছু ভালো মানুষ আছেন। যারা বিএনপির বর্তমান নেতৃত্ব মেনে নেবেন না। আর দেশে সুষ্ঠু গণতন্ত্রেও চর্চা আছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি। খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কামরুল ইসলাম বলেন, খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা তা নিশ্চিত করবেন আদালত। নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে শেখ হাসিনার সরকারের অধীনে অংশগ্রহন করবেন। তবে এ বিষয় নিয়ে বা যে কোনো ইস্যু নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করলে সরকার ও প্রশাসন কোনোভাবেই তা সহ্য করবে না।
