নায়িকা নুসরাত ফারিয়াকে গত কয়েকমাস কাজের ফাঁকে সকাল থেকে সন্ধ্যা ব্যায়াম ও খাবারে বিশেষ নজর দিতে হয়েছে । কারণ নতুন ছবির জন্য ওজন ঠিক রাখতে হয়েছে তাকে। বর্তমানে নতুন ছবির কাজে ইতালি অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখানে কলকাতার জনপ্রিয় নায়ক জিতের বিপরীতে ‘ইন্সপেক্টর নটি. কে’ ছবিতে অভিনয় করছেন। ছবিটি পরিচালনা করছেন আশোক পতি। ফারিয়া গতকাল মুঠোফোনে ইতালি থেকে মানবজমিনকে বলেন, বেশ কয়েকদিন ধরেই এখানে শুটিং করছি। বলতে গেলে কাজের জন্য অনেক কিছু মিস করেছি এবার। বিশেষ করে ঈদটা কাজের জন্য এখানেই করতে হয়েছে আমাকে। পরিবার ছাড়া ঈদ উদযাপন করতে কষ্ট হয়েছে। এমনকি আজ(শুক্রবার) নুসরাত ফারিয়ার জন্মদিন। সেই দিনটাও পরিবারসহ প্রতি বছরের মত উদযাপন করতে পারছেন না তিনি। ফারিয়া বলেন, ঈদ ও জন্মদিন দুটোই ইতালিতে কাটলো আমার। শুটিং করতে হচ্ছে। এবার আর পরিবারের সঙ্গে জন্মদিন পালন করা হলো না। তবে কাজটা খুব ভালো হচ্ছে। এ ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। ইতালিতে বিভিন্ন দৃশ্যে অভিনয়ের পাশাপাশি গানের শুটিংও করছি আমরা। জিৎদার সঙ্গে এর আগে ‘বাদশা’ ও ‘বস টু’ ছবিতে অভিনয় করেছি। এটা আমাদের তৃতীয় ছবি। আশা করি, দর্শক ছবিটি পছন্দ করবেন। এ পর্যন্ত ‘আশিকি’, ‘হিরো ৪২০’, ধেৎতেরিকি’, ‘প্রেমী ও প্রেমী’, ‘বস টু’ নামের ছবিগুলো মুক্তি পেয়েছে এ নায়িকার। নতুন ছবিতে পুলিশ চরিত্রে দেখা যাবে ফারিয়াকে। বলতে গেলে এক কথায় এবারের ছবিতে আসামি খুঁজবেন ও তাদেরকে ধরপাকড় করবেন তিনি। ছবিতে তার চরিত্রটা কি ধরনের তা জানতে চাইলে ফারিয়া বলেন, এ ছবির গল্পটা দারুণ। আর আমার ক্যারিয়ারের প্রথম ছবি ‘আশিকি’র পরিচালক ছিলেন অশোক পতি। উনার সঙ্গে আমার বোঝাপড়াটা বেশ ভালো। তাই ছবির প্রস্তাব পাওয়ার পরই এক কথায় রাজি হয়ে যাই। এ ছবিতে আমার চরিত্রের নাম সামিরা। দর্শক এবার পর্দায় আমার পুলিশগিরি দেখবে। আর নতুন এ ছবিতে নাচ, গান, সংলাপ সবকিছুতেই নতুনত্ব খুঁজে পাবেন দর্শকরা। এর বেশি কিছু এখন বলতে চাই না। ফারিয়ার ‘ইন্সপেক্টর নটি. কে’ ছবিটি প্রযোজনা করছে জিতের নিজস্ব প্রযোজনা সংস্থা জিৎ ফিল্মওয়ার্কস ও ওয়ালজেন মিডিয়া। ইতালি ছাড়াও বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জায়গায় হবে এ ছবির শুটিং। ফারিয়া ১৭ই সেপ্টেম্বর একদিনের জন্য বাংলাদেশে আসবেন। এরপর কলকাতায় আবারো এ ছবির কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। গত রমজানের ঈদে জিৎ-ফারিয়ার ‘বস টু’ ছবিটি বাংলাদেশ ও ভারতে ভালো ব্যবসা করে। ‘বস টু’ ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের আব্দুল আজিজ ও ভারতের পরিচালক বাবা যাদব। আর কোরবানি ঈদে বড়পর্দায় ছবি না থাকলেও ছোটপর্দার একটি অনুষ্ঠানে কাজ করেছেন তিনি। ডাক্তার আর সেলিব্রেটিদের অংশগ্রহণে এটিএন বাংলার ঈদ উল আযহার বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ডাক্তার বনাম সেলিব্রেটি’-তে ফারিয়া ‘ইয়ারা মেহেরবান’ গানের সঙ্গে নেচেছেন। প্রসঙ্গত, ২০১৫ সালে ভারতের আশোক পতি ও বাংলাদেশের আবদুল আজিজের পরিচালনায় ‘আশিকী’ ছবিতে সর্বপ্রথম অভিনয় করেন ফারিয়া। এবার আবারো সেই আশোক পতির নির্দেশনায় কাজ করছেন তিনি। তাই বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। ফারিয়া অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘বস টু’ ছবিটি বাংলাদেশের পর ভারতে বেশ সাড়া পেয়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী। যৌথ প্রযোজনার ছবিতে সামনে আরো পাওয়া যাবে তাকে। কারণ জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে তার চুক্তি এখনো শেষ হয়নি। তবে সামনে নতুন আর কি কি ছবি নিয়ে তিনি হাজির হবেন তা জানতে চাইলে বলেন, আপাতত আমার নতুন ছবি ‘ইন্সপেক্টর নটি. কে’ নিয়েই আছি। একটা শেষ না করতেই আরেকটা কাজ আমার করা হয়ে ওঠে না। আমি অল্প সময়ে বেশকিছু ছবিতে অভিনয় করেছি। একটু সময় নিয়ে কাজ করে যেতে চাই।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031