রুমানা রশীদ ঈশিতা এক সময়কার জনপ্রিয় নাট্য অভিনেত্রী । অভিনয়ের পাশাপাশি ‘নির্জন আড়ালে’, ‘স্বপ্ন স্বপ্নী’ল, ‘গোধূলি বেলায়’ নাটকগুলো তিনি পরিচালনাও করেছেন। এছাড়া তার সাতটি গানের অ্যালবাম ও দুটি বইও প্রকাশিত হয়েছে। সম্প্রতি এক সংক্ষিপ্ত আলাপচারিতায় বহু প্রতিভাধর এই তারকা জানান তার জীবনের টুকিটাকি নানা বিষয় সম্পর্কে।

তিন শব্দে নিজেকে বর্ণনা করুন

আমি খুব বেশি বিভ্রান্ত হই, ধৈর্যশীল আবার অধৈর্যও

আপনার শৈশবের প্রিয় স্মৃতি কোনটি?

নিউ মার্কেটে বই কিনতে যাওয়া এবং ফেরার পথে আইসক্রিম খাওয়া।

আপনাকে কোনো দৈবশক্তি দেয়া হলে কোনটা পছন্দ করবেন?

সব দেশে ভ্রমণ করে বেড়ানোর শক্তি চাইবো।

একদিনের জন্য প্রধানমন্ত্রী হতে পারলে কী করবেন?

সারা পৃথিবী থেকে কয়েকজন পরামর্শক ভাড়া করব, তারপর চেষ্টা করে দেখবো কীভাবে ঢাকার যানজট সমস্যার সমাধান করা যায়।

আপনাকে যদি কোনো আন্তর্জাতিক তারকার সঙ্গে অভিনয়ের সুযোগ দেয়া হয়, কাকে পছন্দ করবেন?

আমি হলিউড অভিনেতা রবার্ট ডি নিরোকে বেছে নেব।

আপনার প্রিয় খাবার কোনটি?

আমি বাঙালি খাবার পছন্দ করি। যেমন ডাল, ভাত, মাছ এসব।

ভ্রমণের জন্য আপনার প্রিয় জায়গা কোনটি?

বেডরুমই আমার প্রিয় জায়গা। এর বাইরে ভিয়েনাতে ঘুরতে খুব পছন্দ করি।

আপনার সব সময়ের প্রিয় সিনেমা কোনটি?

শিন্ডলার্স লিস্ট

প্রথম কোন তারকার উপর ক্রাশ খেয়েছিলেন?

আমার কারও উপর কোনো ক্রাশ ছিল না, এখনও নেই।

কোন ধরনের গান শুনতে আপনার ভালো লাগে?

গান শোনার ক্ষেত্রে আমার পছন্দ মনের অবস্থার উপর নির্ভর করে।

লটারি জিতলে কী করবেন?

খুব জ্ঞানী কয়েকজনের কাছে যাবো, তারপর জিজ্ঞেস করব এবং পরামর্শ নেব এই টাকা দিয়ে কী করা যায়।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031