আলোচিত সংগীতশিল্পী সিঁথি সাহা মাস দুয়েক হলো নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেছেন । এই দু’মাসে বেশ কিছু নতুন কাজ করে ফেলেছেন তিনি। নিউজিল্যান্ড দীর্ঘ সময় থাকার ফলে স্বাভাবিকভাবে একটা গ্যাপ পড়ার কথা ছিল এ শিল্পীর। কিন্তু তেমনটা হয়নি। দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। বিভিন্ন চ্যানেল থেকে নিয়মিত ডাক পাচ্ছেন অনুষ্ঠানের। করছেন চ্যানেলগুলোর লাইভও। এর বাইরে নতুন গান ভিডিও আকারে প্রকাশ করেছেন। নাটকেও গাইছেন। সব মিলিয়ে দেশে এসেই বেশ সরব সময় কাটাচ্ছেন সিঁথি। সব মিলিয়ে দিনকাল কেমন কাটছে? সিঁথি বলেন, অনেক বেশি ভালো। কারণ দেশে ফেরার পর থেকেই পরিচিতজনরা ডাকছেন কাজের জন্য। আমিও  যেগুলো মন পছন্দ হচ্ছে করছি। দেশে আসলে কিভাবে যে সময় চলে যায় কাজের মধ্যে দিয়ে টেরই পাই না। ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে? সিঁথি সাহা বলেন, পরিবার ও স্বজনদের সময় দিচ্ছি। বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা দিচ্ছি। তাছাড়া চ্যানেলের অনুষ্ঠানে গাইছি। আর নতুন গান এর পরিকল্পনা করছি। এইতো। এভাবেই কেটে যাচ্ছে সময়। নতুন সিঙ্গেলস তো প্রকাশ করলেন? সাড়া কেমন মিলছে? সিঁথি বলেন, বাণিজ্যিক উদ্দেশ্যে আমি তেমন গান করি না। ভালো মানের কিছু গান করতে চাই সব সময়। সেই ধারাবাহিকতায় ‘আমি তোমাকে চাই‘ গানটি করা। কলকাতার সৃজিত বন্দ্যোপাধ্যায়ের কথায় এ গানের সুর ও সংগীতায়োজন করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। আর ভিডিওটি পরিচালনা করেছেন রিক বাসু। এটি প্রকাশের পর থেকে অনেক বেশি সাড়া পাচ্ছি। সবচেয়ে বড় কথা হলো ইন্দ্রদীপ দাশগুপ্ত কলকাতার ‘বোঝে না সে বোঝে না’ গানটির সুর ও সংগীত করেছেন। সেই গান শোনার পর থেকেই তার সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। এবার এ গানের মাধ্যমে সেই স্বপ্নটা পূরণ হলো। আশা করছি সামনে আরো কাজ হবে আমাদের। ঈদ তো সব থেকে বড় উৎসব গান প্রকাশের ক্ষেত্রে। নতুন কিছু কি আসছে? সিঁথি বলেন, হ্যাঁ। নতুন কিছুর পরিকল্পনা করছি। আরো অন্তত একটি মিউজিক ভিডিও প্রকাশের ইচ্ছে আছে। সেটাও ঠিক আমার নিজের ঢংয়েই তৈরি করতে চাই। দেখা যাক কি হয়। তবে সম্প্রতি আরো একটি নতুন কাজ করলাম। সেটা করে বেশ ভালো লেগেছে। কি কাজ? সিঁথি বলেন, শাহরিয়ার শাকিলের প্রযোজনা ও গৌতম কৌরির পরিচালনায় ‘এক দিন প্রজ্ঞার দিন’ নামের একটি নাটকে গাইলাম। এর সুর ও সংগীত করেছে সন্ধি। অনেক বেশি ভালো লাগা কাজ করেছে গানটি করে। এর ভিডিওটাও বেশ চমৎকার করে তৈরি করা হয়েছে। বর্তমান মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা কেমন দেখছেন? সিঁথি বলেন, বেশ ভালো। অনেক অ্যালবাম প্রকাশ হচ্ছে। বিশেষ করে সিঙ্গেলস বোধহয় বেশি প্রকাশ হচ্ছে। কারণ এক অ্যালবামের সব গান একইভাবে প্রচারণা সম্ভব হয় না। এখন ডিজিটালি গান প্রকাশ হচ্ছে। সিডি নেই বললেই চলে। এদিক দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বিশ্বের সঙ্গে। তবে একটা নিয়মের মধ্যে আসা উচিত সব কিছু। তাহলেই হয়তো আরো ভালোর দিকে যাবে ইন্ডাস্ট্রি।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031