ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিমানবন্দরে আসবেন সেটা তিনি জানতেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। কারণ প্রটোকল অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী সাধারণত বিমানবন্দরে অভ্যর্থনা জানান না।
ভারত সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘‘যখন সেখানে প্লেন অবতরণ করা হয়েছিল, তখনই আমাকে বলা হয়েছে প্রধানমন্ত্রী এখানে অপেক্ষা করছেন। এতে আমি অবাক হয়েছি, সারপ্রাইজড হয়েছি। আর নেমেই আমি ওনাকে ধন্যবাদ জানালাম। বলালাম ‘হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজড’। তাঁর আসার কথা ছিল না, তিনি আসছেন। তিনি আমাদের সবার সাথে মিলিত হয়েছেন এবং ছবিও তুলেছেন। এমনকি আমাদের বিশাল ব্যবসায়ী বাহিনীর প্রত্যেকই ছবি তুলছেন, সেলফি তুলেছেন।’’
প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের মত এত বড় একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী বিমানবন্দরে এসে আমাকে সংবর্ধনা জানিয়ে যে সন্মান জানিয়েছেন, তা বাংলাদেশের জন্যই সন্মান, দেশের জনগণের সন্মান।’
শেখ হাসিনা বলেন, ‘আমার সরকারি সফর হওয়ার কথা ছিল ৮ এপ্রিল থেকে, আমরা একদিন আগেই গিয়েছি। এ জন্যই গিয়েছি যাতে সেখানে অনেকের সাথে দেখা সাক্ষাত হয়। আর পরের দিন ভোর বেলা থেকেই বিভিন্ন প্রোগ্রাম ছিল। তাই আগের দিন গিয়েছি।’
