যুক্তরাষ্ট্রের হাজার হাজার মানুষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার তার বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন । ক্যালিফোর্নিয়া, অরিগন ও ওয়াশিংটনে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা রাস্তায় আগুন লাগিয়েছে, দাহ করেছেন ট্রাম্পের কুশপুত্তলিকা। এ খবর দিয়েছে বৃটিশ অনলাইন ইন্ডিপেন্ডেন্ট। খবরে বলা হয়, লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় প্রায় দেড় হাজার মানুষ জড়ো হয় বুধবার একদম সকালের দিকে। নির্বাচনী ফলাফলের ক্ষোভ ও হতাশা তারা প্রকাশ করেন এসময়। রাজ্যের অন্যান্য স্থানে বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার পুড়িয়েছেন, বর্জ্যরে ট্রাকে আগুন দিয়েছেন। অনেক বাড়ির জানালাও ঢিল ছুঁড়ে ভেঙেছেন। ক্যালিফোর্নিয়ার এসব মানুষ ব্যাপকভাবে হিলারিকে সমর্থন করেছিলেন এবং পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের নির্বাচিত হওয়ার প্রতিবাদেই এসব করেছেন। অনেকেই আবার ট্রাম্পবিরোধী স্লোগান দিয়ে মিছিল করেছেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় কয়েকজনকে বলতে শোনা যায়, ‘তিনি আমার প্রেসিডেন্ট নন, তিনি আমার প্রেসিডেন্ট নন।’ বিক্ষোভকারীদের একজন এনজে ওমোরোজিয়েভা লস অ্যাঞ্জেলেস টাইমসকে বলেন, নির্বাচনের এই ফলাফলে তার হৃদয় ভেঙে গেছে। ‘এই বিপর্যয়ে যারা আহত হয়েছেন তাদের আলিঙ্গন করতে’ তিনি বিক্ষোভে যোগ দিয়েছেন বলে জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, লস অ্যাঞ্জেলেসে কয়েকশ মানুষ জড়ো হয়ে চিৎকার করছেন, ‘আমরা ঠিক হয়ে যাব।’ একজনকে দেখা যায় মেক্সিকোর পতাকা হাতে নিয়ে ঘুরতে। মেক্সিকান অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্পের খড়গহস্ত হয়ে সীমান্তে দেয়াল তোলার প্রতিবাদেই তিনি এমন করেছেন বলে প্রতীয়মান হয়। সানফ্রান্সিসকোর শহরতলী ওকল্যান্ডে বিক্ষোভকারীরা ঢিল মেরে ওকল্যান্ড ট্রিবিউন সংবাদপত্রের অফিসের জানালা ভেঙে দেয়। তারা কয়েকটি যানবাহন ও টায়ারে আগুনও ধরিয়ে দেয়। এ সময় নতুন নির্বাচিত প্রেসিডেন্টের কুশপুত্তলিকা পোড়ায় তারা। একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে একজন বিক্ষোভকারী ‘মারাত্মক আহত’ হওয়ায় তাকে হাসপাতালে নিতে হয়। এর কাছেই স্যান দিয়েগোতে প্রায় পাঁচশ শিক্ষার্থী ট্রাম্পের বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় স্লোগান দেয়। নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারের বাইরে মার্কিন পপ তারকা লেডি গাগা একটি সুয়েজ ট্রাকের ওপর দাঁড়িয়ে প্রতিবাদ জানান। সিয়াটল, ওয়াশিংটনেও বিক্ষোভকারীরা রাস্তায় আগুন লাগান। পোর্টল্যান্ড ও অরিগনের ইউজিনেও বিক্ষোভে রাস্তায় নেমে আসেন অনেকে। অন্য অনেক এলাকায় অবশ্য ট্রাম্পের সমর্থকরা জড়ো হয়ে বিজয় উদযাপন করেন। হলিউডে জনা তিরিশেক মানুষ ‘তিনি আমার প্রেসিডেন্ট’ বলে স্লোগান দিতে দিতে মিছিল দিতে থাকেন। হোয়াইট হাউজের বাইরেও রিপাবলিকান সমর্থকরা জড়ো হন এবং তাদের দলীয় প্রার্থীর বিজয়ে আনন্দ করেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাস্তায় এমন বিক্ষোভকারীদের নেমে আসাকে বিভক্তির লক্ষণ বলেই মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে যে নির্বাচনী প্রচারণা চলেছে তা সামাজিক, জাতিগত ও ভৌগলিক দিক থেকে মানুষের মধ্যে বিভক্তি নিয়ে এসেছে বলে দেখেছেন ভোটাররা। শেষ পর্যন্ত হিলারি ক্লিনটন সারাদেশে সাধারণ ভোট বেশি পাওয়া সত্ত্বেও সব ব্যাটলগ্রাউন্ড স্টেটে জয়ী হয়ে ডনাল্ড ট্রাম্পই ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031