হাইকোর্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা আরও চারটি মামলার কার্যক্রম স্থগিত করেছে । এর মধ্যে একটি হত্যা মামলা এবং অপর তিনটি নাশকতার মামলা।
মঙ্গলবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এই মামলাগুলোর কার্যক্রম স্থগিতের রায় দেন।
একই বেঞ্চ সোমবার ফখরুলের বিরুদ্ধে দায়ের করা আরেকটি মামলার কার্যক্রম স্থগিত করে। এই নিয়ে বিএনপি মহাসচিবের বিরুদ্ধে দায়ের করা পাঁচটি মামলার কার্যক্রম স্থগিত করা হলো।
আদালতে ফখরুলের পক্ষে শুনানি করেন জয়নুল আবেদীন ও সগির হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মনিরুজ্জামান কবির।
ফখরুলের আইনজীবী লিওন সাংবাদিকদের জানান, পৃথক আদেশে চারটি মামলা স্থগিত করার পাশাপাশি রুল দিয়েছে আদালত। রুলে এসব মামলা কেন বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলাগুলোর কার্যক্রম আদালত স্থগিত করেছে বলে জানান লিওন।
২০১৩ সালের ৩০ নভেম্বর মালিবাগ চৌধুরীপাড়ায় যাত্রীবাহী একটি বাস পোড়ানো এবং প্রাণহানির ঘটনায় মির্জা ফখরুলসহ বিএনপি-জামায়াত নেতাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়। ওই দিন সন্ধ্যায় আবুল হোটেলের সামনে বাসটি পোড়ানো হয়। এতে মারা যান এক যাত্রী। রমনা থানার এসআই জহিরুল ইসলাম এ মামলা করেছিলেন।
স্থগিত করা বাকি তিনটি মামলা নাশকতার। রাজধানীর শাহজাহানপুর, পল্টন ও মতিঝিল থানায় পুলিশ বাদী হয়ে এসব মামলা করে।
