আজ চেন্নাই থেকে ১৬৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে পুরো ভারতজুড়ে লকডাউন ঘোষণার পর সেখানে আটকে পড়াদের মধ্যে । এ নিয়ে তিনটি ফ্লাইটে মোট ৪৯৭ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরলেন।

তথ্যটি নিশ্চিত করেছেন ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম। তিনি বলেন, ‘বিকাল ৩টা ৫০ মিনিটে ভারতের চেন্নাই থেকে ১৬৪ জন বাংলাদেশি ইউএস-বাংলা এয়ারলাইন্সে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।’

কামরুল ইসলাম জানান, এছাড়া আগামী ২৪ ও ২৫ এপ্রিল চেন্নাই থেকে ঢাকায় আরও দুটি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৪ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারাদেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করেন। এতে দেশটির বিভিন্ন শহরে আটকা পড়েন দুই হাজার ৫০০ বালাদেশি নাগরিক।

গত ২০ এপ্রিল প্রথম ভারতের চেন্নাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসে করে ১৬৪ জন দেশে ফিরেন। পরদিন ২১ এপ্রিল একই এয়ারলাইনসের একটি পাঁচজন শিশুসহ ১৬৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেন।

করোনাভাইরাস ঠেকাতে ভারতের লকডাউন ব্যবস্থা গত ১৪ এপ্রিল দ্বিতীয় দফায় আরও নয় দিনের জন্য তথা আগামী ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

গত ২১ এপ্রিল প্রথম ফ্লাইটে ভারত থেকে বাংলাদেশি ১৬৪ নাগরিক দেশে ফেরার তথ্য এক বার্তায় জানায় নয়া দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন। সেই বার্তায় জানানো হয়, এরই ধারাবাহিকতায় আগামী কয়েক দিনের মধ্যে কয়েকটি ফ্লাইট ভারতে চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশি নাগরিকরা চেন্নাই হয়ে দেশে ফিরতে পারবে বলে আশা প্রকাশ করছে হাইকমিশন।

নয়া দিল্লির ঢাকাস্থ মিশনের বার্তায় আরও জানানো হয়, বর্তমানে তামিলনাড়ু ও কর্নাটকে আটকে থাকা অসুস্থ ও প্রবীণদের আকাশপথে দেশে ফেরার জন্য অনুমোদন পাওয়া গেছে ও তাদের প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হয়েছে।

পর্যায়ক্রমে বাকি সকল রাজ্য থেকে প্রত্যাবর্তনে আগ্রহীদের দেশে ফেরানোর জন্য দূতাবাস সার্বক্ষণিকভাবে কাজ করছে বলেও বার্তায় উল্লেখ করা হয়।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031