একসঙ্গে চার তরুণ নিখোঁজ হওয়ার ঘটনার রহস্য উদ্ঘাটন হওয়ার আগেই আরও দুই তরুণের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তারা হলেন, ইমরান ফরহাদ (২০) ও সাঈদ আনোয়ার খান (১৮)।এই দুজনের মধ্যে ইমরান ফরহাদ কেয়ার মেডিক্যাল কলেজের ছাত্র। সাঈদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এ ঘটনায় রাজধানীর বনানী ও ক্যান্টনমেন্ট থানায় পৃথক দুটি  সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।
এর আগে গত ১ ডিসেম্বর বনানী এলাকা থেকে এক সঙ্গে চার তরুণ নিখোঁজ হন। তারা হলেন, সাফায়েত হোসেন, জায়েন হোসাইন খান পাভেল, মোহাম্মদ সুজন ও মেহেদী হাওলাদার। এদের মধ্যে সাফায়েত ও পাভেল নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী।গতকাল পর্যন্ত তাদের বিষয়ে কোনও তথ্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।
কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পুলিশ কমিশনার মহিবুল ইসলাম খান বলেন, ‘নিখোঁজের বিষয়গুলো আমাদের নজরে এসেছে। আমরা এগুলো খতিয়ে দেখছি। এরা কিভাবে নিখোঁজ হয়েছে তা এবং কোথায় আছে তা জানার চেষ্টা চলছে।’
নিখোঁজ ইমরান ফরহাদের ফুফাতো ভাই আল-মামুন জানান, ‘ইমরান ফরহাদ মোহাম্মদপুরের কেয়ার মেডিক্যাল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে পড়তো। পরিবারের সঙ্গে সে মাটিকাটা এলাকার ১৪৫/এ নম্বর বাসায় থাকতো। গত ২৯ নভেম্বর সকালে মেডিক্যাল কলেজের উদ্দেশ্যে বের হয়ে যায়। এরপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।’

আল মামুন জানান, ‘প্রথমে তারা আত্মীয়-স্বজন ও বন্ধুদের কাছে ইমরানের খোঁজ করেন। ২ ডিসেম্বর তারা ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। তারা বুঝতে পারছেন না ইমরান আসলে কোথায় গেছে বা তার কি হয়েছে। ইমরান নিখোঁজ হওয়ার পর থেকে তার পরিবারের সদস্যরা সবাই ভেঙে পড়েছে।’

মামুন জানান, ‘ইমরানের বাবার নাম আসাদুজ্জামান। তিনি প্রবাসী। দুই ভাইয়ের মধ্যে সে বড়। ইমরানদের পরিবার খুবই ধার্মিক। তবে তারা উগ্রপন্থা পছন্দ করেন না। ইমরান উগ্রপন্থী কোনও ধর্মীয় জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত হতে পারে বলে তারা বিশ্বাস করতে পারছেন না।’

এদিকে গত সোমবার দুপুর ১২টার দিকে হঠাৎ নিখোঁজ হয়ে যান সাঈদ আনোয়ার খান। মঙ্গলবার সাঈদের বাবা আনোয়ার সাদাত খান বাদী হয়ে বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নম্বর ৪৩১। আনোয়ার সাদাত খান জিডিত উল্লেখ করেছেন, তিনি পরিবার নিয়ে বনানীর বি ব্লকের ২১ নম্বর সড়কের ৬ নম্বর বাসায় থাকেন। নিখোঁজ হওয়ার আগে তার ছেলের পরনে কালো প্যান্ট ও কালো জ্যাকেট ছিল। তার উচ্চতা ছয় ফুট।

পুলিশের বিশেষ শাখার একটি সূত্র জানায়, নিখোঁজ সাঈদ আনোয়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাবা একজন সামরিক কর্মকর্তা বলেও জানা গেছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031