ইরানের বার্তা সংস্থা আইআরএনএ বৃহস্পতিবার খবর দিয়েছে। ইরানের আসসালালুয়েহ বন্দর থেকে ৩০ মাইল দূরে সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজ ডুবে গেছে।এতে জানানো হয়েছে, ডুবে যাওয়ার সময় ওই জাহাজে ৩০ জন ক্যাবিন ক্রু ছিল। বিবিসির সাংবাদিক কিয়ান শারিফিও এক টুইটে এই জাহাজ ডুবার খবর দিয়েছেন। এতে তিনি জানিয়েছেন, ইরানের বুশেহর প্রদেশের উপকূলে সংযুক্ত আরব আমিরাতের জাহাজটি ডুবেছে। এতে গাড়ি পরিবহণ করা হচ্ছিল। জাহাজে থাকা ক্রুদের উদ্ধারে উদ্ধার অভিযান পরিচালনা করছে ইরান।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
