নতুন করে আরও ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে কুমিল্লায় থানার পুলিশের এসআই এবং একই পরিবারের ছয়জনসহ পাঁচ উপজেলায় । এদের মধ্যে বরুড়া থানা পুলিশের এক এসআই, লাকসাম পৌর সাহাপাড়ায় একই পরিবারের ছয়জন, দেবিদ্বার স্বামী-স্ত্রী ও মা-মেয়েসহ ছয়জন, মনোহরগঞ্জে দুইজন এবং তিতাসে একজন। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৪ জন। বুধবার দুপুরে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।

লাকসামে একই পরিবারের ছয়জনের আক্রান্তের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আবদুল আলী জানান, নোয়াখালীতে করোনায় মৃত ব্যক্তির সংস্পর্শে আক্রান্ত লাকসাম পৌর সাহাপাড়া এলাকার বাসিন্দা দুই সহোদরের মা, বাবা, দুই ভাইয়ের স্ত্রী এবং ১২ ও ১৪ বছর বয়সী দুই শিশু নতুন করে আক্রান্ত হয়। তাদের বাড়িটি আগে থেকেই লকডাউন করে রাখা হয়েছে।

বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিসাত সুলতানা জানান, বরুড়া থানার এক এসআই এর করেনা শনাক্ত হয়েছে। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে বরুড়ায় ভাড়া থাকেন। তার বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জে। আক্রান্ত পুলিশের এসআই স্ত্রী এবং থানার অন্যান্য পুলিশ সদস্যদের পর্যায়ক্রমে নমুনা সংগ্রহ করা হবে।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আহমেদ কবীর জানান, উপজেলার বাগুরে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া শাহাজালাল মেম্বারের ছেলে বউ নতুন করে করেনায় আক্রান্ত হয়েছেন। একই গ্রামের করোনায় আক্রান্ত শিক্ষকের স্ত্রী এবং মেয়ে আক্রান্ত হয়েছেন। এছাড়াও নতুন করে উপজেলার নবিয়াবাদ গ্রামে স্বামী ও স্ত্রী এবং গুনাইঘর গ্রামে একব্যক্তি নতুন করে আক্রান্ত হয়েছেন।

মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নিসর্গ মেরাজ চৌধুরী জানান, উপজেলার মৈশাতুয়া গ্রামে পূর্বে আক্রান্ত ব্যক্তির এক প্রতিবেশীর করোনা শনাক্ত হয়েছে। এছাড়া নতুন করে উপজেলার বিপুলাসার গ্রামে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

তিতাস উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান জানান, উপজেলার দড়িকান্দি গ্রামে নতুন করে এক ব্যক্তি আক্রান্ত হয়েছে। তবে পূর্বে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে উপজেলার বিরামকান্দি গ্রামের জালাল উদ্দিন, তার বোন শামছুন্নাহার ও মেয়ে সাথী এবং একই উপজেলার মৌটুপি গ্রামের কুস্তিগীর রাসেল ভূইয়া ও তার মা, বাবা এবং স্ত্রী সুস্থ হয়েছেন।

কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, পাঠানো নমুনার মধ্যে বুধবার ১২৬টির ফলাফল আসে। তারমধ্যে নতুন করে ১৬জন ব্যক্তির করোনায় শনাক্ত হয় এবং ১১০টির রিপোর্ট নেগেটিভ আসে। এই পর্যন্ত ঢাকা পাঠানো এক হাজার ৬৭২ জনের নমুনার মধ্যে এক হাজার ৩৪৫ জনের রিপোর্ট এসেছে। নতুন করে আক্রান্ত ব্যক্তিরা বেশিরভাগ আক্রান্ত স্বজন থেকে আক্রান্ত হয়েছেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031