অনেকদিন ধরেই তাকে কোনো নতুন ছবিতে দেখতে পাননি দর্শকরা। চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আলমগীর। তবে যারা তার অভিনয়ের ভক্ত তাদের জন্য রয়েছে একটি সুখবর। ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে অভিনয় করছেন এ অভিনেতা। গতকাল রাজারবাগ পুলিশ লাইনে তিনি ‘ঢাকা অ্যাটাক’ ছবির দৃশ্যধারণে অংশ নিয়েছেন। এ ছবিটি পরিচালনা করছেন দীপংকর দীপন। তিনি মানবজমিনকে বলেন, শুরু থেকেই আমরা চেষ্টা করেছি ‘ঢাকা অ্যাটাক’ নিয়ে দর্শককে চমক দেয়ার জন্য। আবারো একটি চমক থাকছে দর্শকদের জন্য। অনেক গুণী অভিনেতা আলমগীর ভাই। তিনি এ ছবিতে পুলিশের আইজিপি চরিত্রে অভিনয় করছেন। আমার বিশ্বাস, তার উপস্থিতি দর্শকের ভালো লাগবে। ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি। অন্যান্য চরিত্রে কাজ করছেন এবিএম সুমন, নওশাবা,
শিপন, আফজাল হোসেন, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। এ ছবিতে শুভকে দর্শক পুলিশের এডিসির চরিত্রে এবং মাহিকে একজন নারী সাংবাদিকের চরিত্রে দেখতে পাবেন। ছবিটির কাহিনী লিখেছেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার। ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড নিবেদিত এই ছবি নির্মাণ করছে থ্রি হুইলারস লিমিটেড। প্রযোজনা করছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া। চলতি বছরের জানুয়ারিতে শুরু হয় বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’ ছবির কাজ। আর চলতি মাসে শুরু হয়েছে এ ছবির পরবর্তী ধাপের কাজ। গত মঙ্গলবার বিকালে বিএফডিসিতে এক অনুষ্ঠানের মাধ্যমে ইউটিউবে প্রকাশ করা হয়েছে ছবির প্রথম টিজার। এতে সামগ্রিক ছবিকে তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক। উল্লেখ্য, চিত্রনায়ক আলমগীরকে সর্বশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি পর্বে অভিনয় করতে দেখা গেছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031