মোহাম্মদ আশরাফুল দীর্ঘ পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবার বিপিএলে ফিরছেন। আগামীকাল রংপুর রাইডার্সের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে তার দল চিটাগং ভাইকিংস। প্রত্যাবর্তনের টুর্নামেন্টটা ভালো হবে বলেই আশাবাদী মুশফিকুর রহিম। শুক্রবার সংবাদ সম্মেলন করতে এসে এমনটাই বললেন ভাইকিংস অধিনায়ক।
২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় টুর্নামেন্টে ম্যাচ গড়াপেটায় জড়িয়ে ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন আশরাফুল। গত তিনটি আসরে এই ব্যাটিং জিনিয়াসকে খুব মিস করেছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। পাঁচ বছর নয় মাস পর ফিরে আশরাফুল বিপিএলের নিলামে দল পাচ্ছিলেন না। শেষতক তাকে দলে নেয় ভাইকিংস। তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আশরাফুল জানিয়েছেন, নিজেকে প্রমাণ করতে সর্বোচ্চ চেষ্টাটাই করবেন তিনি।
অভিজ্ঞ আশরাফুলকে নিয়ে আশাবাদী মুশফিকও, ‘ওনি অনেক কষ্ট করেছেন। ঘরোয়া অন্যান্য পর্যায়ে পারফর্ম করেছেন। ইনশা আল্লাহ ভালো খেলবেন। আর উনি ভালো খেললে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো।’
