সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এ সময় আহত হন তার দুই সহযাত্রীও। তিন জনকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল প্রাইভেটকারে করে ঢাকায় যাচ্ছিলেন। এসময় একটি নসিমন তার গাড়িটিকে ধাক্কা দেয়। এ সময় গাড়িতে থাকা তিন জনই আহত হন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাঈল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সংসদ সদস্যের স্বজন মাহবুবুর রহমান লাক্কু জানান, দুর্ঘটনায় মনোরঞ্জন শীল বেশ আহত হয়েছেন। তার অবস্থা এই মুহূর্তে বেশি ভাল নয়।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031